Sainthia Railway Station: দেখলে চিনতেই পারা যাবে না, ৭.৩ কোটি টাকায় সাঁইথিয়া রেলস্টেশনে হবে এইসব কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে সোমবার দেশের ৫৫৪টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station) আওতায় যুক্ত করা হলো। দেশের ৫৫৪টি রেলস্টেশনের মধ্যে রয়েছে বাংলার ৪৫টি রেলস্টেশন। আবার এই ৪৫টি রেলস্টেশনের মধ্যে জায়গা পেয়েছে বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশন (Sainthia Railway Station)।

Advertisements

বীরভূমে থাকা রেলস্টেশনগুলির মধ্যে সাঁইথিয়া রেলস্টেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন হিসেবেই বিবেচিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। তবে এই রেল স্টেশনের মানোন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ছিল সাধারণ যাত্রীদের মধ্যে। সাধারণ যাত্রীদের সেই সকল অভিযোগ এবং চাহিদার কথা মাথায় রেখে এই রেলস্টেশনটিকে সাজিয়ে তোলার জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে।

Advertisements

সাঁইথিয়া রেলস্টেশনের উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ৭.৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিপুল অংকের এই টাকা দিয়ে ঢালাও সাজানো হবে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনটিকে। বিভিন্ন মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে দীর্ঘদিন পর এই স্টেশনে পা রাখা যাত্রীরা স্টেশনটিকে চিনতেই পারবেন না। আর সবচেয়ে বড় বিষয় হলো স্টেশনের পরিবর্তন আনা হবে যাত্রীদের সব রকম সুবিধা এবং পরামর্শের পরিপ্রেক্ষিতেই।

Advertisements

আরও পড়ুন ? Amrit Bharat Station List WB: নতুন করে অমৃত ভারত স্টেশন প্রকল্পের নাম উঠলো বাংলার ৪৫টি স্টেশনের, দেখে নিন তালিকা

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় অন্যান্য স্টেশনগুলিকে যেমন সাজানো হবে ঠিক সেই রকমই সাঁইথিয়া রেল স্টেশনকেও বিশ্বমানের রেলস্টেশন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেখানে তৈরি করা হবে উন্নতমানের যাত্রী প্রতীক্ষালয়, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম উঁচু করা হবে, স্টেশনে বসানো হবে লিফট, এস্কেলারেটর সহ যাত্রী সুবিধার সমস্ত রকম উপকরণ। এছাড়াও যাত্রীরা যাতে সহজেই স্টেশনে প্রবেশ এবং প্রস্থান করতে পারেন তার জন্য বহুমুখী ব্যবস্থা আনা হবে।

সাঁইথিয়া রেলস্টেশনের সামনের রাস্তা উন্মুক্ত করার পাশাপাশি যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা আরও উন্নত করা হবে। স্টেশনে বড় ঘড়ি লাগানোর পাশাপাশি ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে কোথায় রয়েছে ট্রেন। এছাড়াও ট্রেনের কোন কোচ কোন জায়গায় এসে দাঁড়াবে তার জন্য তৈরি করা হবে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে। এছাড়াও ফুট ফ্লাইওভার থেকে শুরু করে আরও পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হবে সাঁইথিয়া রেল স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় যেভাবে সাঁইথিয়ার রেল স্টেশনে ঢালাও কাজ করে সাজিয়ে তোলা হবে তা এলাকার মানুষদের কাছে অকল্পনীয়।

Advertisements