Lok Sabha Speaker’s Salary: লোকসভার স্পিকার নিয়ে কেন এত টানাটানি? পদে বসলে এত টাকা বেতন, এত এত সুবিধা!

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : শেষ ১০ বছরে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল তখন লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) পদ নিয়ে সেই ভাবে টানাটানি হয়নি। কেননা সেই সময় তাদের উপরে কথা বলার মত কেউ আর ছিল না। তবে ২০২৪ সালে যখন বিজেপির আসন সংখ্যা কমে যায় এবং এনডিএ শিবির সরকার গঠন করতে শরিকদের সাহায্য নেয়, সেই সময় শরিকরা স্পিকার পদের দাবি তুলছিলেন। যদিও শেষমেষ বিজেপির তরফ থেকেই ওম বিড়লাকে লোকসভার স্পিকার হিসাবে তুলে ধরেন। ধ্বনি ভোটে নির্বাচিত হয়ে ওম বিড়লা এই নিয়ে দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার হলেন।

তবে ওম বিড়লা পুনরায় স্পিকার হলেও একটি প্রশ্ন প্রত্যেকের মধ্যেই করছে আর সেই প্রশ্নটি হল কেন লোকসভার স্পিকার পদ নিয়ে এত টানাটানি? কেন প্রত্যেক রাজনৈতিক দলই চায় তাদের কেউ লোকসভার স্পিকার পদে বসুক? এমনকি বিরোধীদের তরফ থেকেও তাদের কাউকে লোকসভার স্পিকারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামানোর জন্য তৈরি থাকেন। প্রশ্ন হল লোকসভার স্পিকার কত বেতন (Lok Sabha Speaker’s Salary) পান আর কি কি সুবিধা পেয়ে থাকেন?

প্রথমেই বলতে হয় লোকসভার স্পিকারও কিন্তু একজন জনপ্রতিনিধি অর্থাৎ তাকে সাংসদ হয়ে লোকসভায় পৌঁছাতে হয়। তার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যা অন্যান্য সাংসদদের তুলনায় বেশি। আবার এটাও বলা যেতে পারে লোকসভার স্পিকার যে বেতন অথবা সুযোগ সুবিধা পান তার থেকেও তার ক্ষমতা অনেক বেশি। অনেকটা তিনি স্কুল অথবা কলেজের প্রধানের মত। তার নির্দেশে অনেক কিছুই হতে পারে।

আরও পড়ুন 👉 ভারতবর্ষের সাংসদরা কত টাকা বেতন ও কি কি সুবিধা পান

লোকসভার স্পিকার সাংসদ হিসেবে এক লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন, আবার তিনি স্পিকার হিসাবে ভাতাও পেয়ে থাকেন। মেয়াদ চলাকালীন তিনি যা যা পেয়ে থাকেন তার পরেও মেয়াদ শেষে তিনি স্পিকার পেনশন, অতিরিক্ত ভাতা, ভ্রমণ ভাতা, বিনামূল্যে বাসস্থান, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে ফোনের সুযোগ-সুবিধার মতো বিভিন্ন সুযোগ-সুবিধা পান।

সংসদ হিসাবে প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতনের পাশাপাশি স্পিকার হিসেবে প্রতি মাসে ৭০ হাজার টাকা ভাতা পান। সংসদে অধিবেশন সহ অন্যান্য কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য প্রতিদিন ২ হাজার টাকা, আতিথেয়তা ভাতা হিসাবে প্রতিদিন ২ হাজার টাকা, ২০১০ সালের সংশোধিত আইন অনুযায়ী স্পিকার তার মেয়াদ শেষে অর্থাৎ পরে পেনশন হিসেবে প্রতি মাসে পান ২০ হাজার টাকা, এছাড়াও দেওয়া হয় ১৫০০ টাকা বাড়তি ভাতা। একজন স্পিকার অন্যান্য সাংসদদের মতোই পরিবার সহ পেয়ে থাকেন ভ্রমণ ভাতা, বিনামূল্যে বাসস্থান, বিনামূল্যে বোর্ডিং, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে কাজের লোক ইত্যাদি। এসবের থেকেও অবশ্য অধ্যক্ষের গুরুত্ব লোকসভা অধিবেশনের সভাপতিত্ব এবং হাউসের কর্মকার্য পরিচালনা করা।