Salary Hiked Gramin Dak Sevak: গ্রামীণ ডাক সেবকদের জন্য সুখবর, এত টাকা বেতন বাড়াল পোস্ট অফিস

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী থেকে শুরু করে দেশের মানুষদের মুখে হাসি ফোটাতে তৎপর। যে কারণে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ, এইচআরএ সর্বোচ্চ ৩ শতাংশ ইত্যাদি বৃদ্ধি করা হয়েছে। দেশের মানুষদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। আর এবার বেতন বৃদ্ধি করা হলো পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকদের (Salary Hiked Gramin Dak Sevak)।

কেন্দ্র সরকারের তরফ থেকে লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে দেশের বড় বিমান সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধির করার সম্মতি দেওয়া হয়েছে। ২০২২ সালের ১ আগস্ট থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। এর ফলে একদিকে যেমন বেতন বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই রকমই অন্যদিকে বিপুল পরিমাণে বকেয়া টাকা পাবেন এলআইসির কর্মীরা। এই ঘোষণার পর খুশি এলআইসির কর্মীরা, অন্যদিকে একইভাবে বেতন বৃদ্ধির ঘটনায় খুশি পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকরা।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক হিসাবে দেশের প্রায় আড়াই লক্ষ কর্মী নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বিপুল সংখ্যক গ্রামীণ ডাক সেবকরা গ্রামীণ এলাকায় নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই সকল কর্মীদের আর্থিক উন্নতির কথা মাথায় রেখেই বেতন বৃদ্ধির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 Salary Hiked of LIC Employees: শুধু সরকারি কর্মচারীরা নন, এবার এত টাকা বেতন বাড়ল এলআইসির কর্মীদেরও

সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সত্যিই পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকদের ভূমিকা অগ্রগণ্য। কেননা তারাই সাইকেল নিয়ে অথবা মোটরসাইকেল চালিয়ে গ্রামের কোনায় কোনায় মানুষের প্রয়োজনীয় চিঠি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেন। এই সকল কর্মীরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন বৃদ্ধির আশা করছিলেন। আর সেই আশা তাদের পূরণ হল লোকসভা ভোটের আগে।

শনিবার লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকদের বেতন বাড়িয়ে দিল কেন্দ্র। যে সকল ডাক সেবকরা ১২ বছর ধরে কাজ করছেন তারা এবার ৪৩২০ টাকা, যারা ২৪ বছর ধরে কাজ করছেন তারা ৫৫২০ টাকা এবং যারা ৩৬ বছর ধরে কাজ করছেন তারা ৭২০০ টাকা বেতন বেশি পাবেন।