Salary of Hasin Jahan: হাজার নয়, লাখে কামাতেন শামির স্ত্রী হাসিন জাহান! বেতন শুনলেও লজ্জা পাবেন সরকারি কর্মচারীরাও

Prosun Kanti Das

Updated on:

Advertisements

How much salary did Hasin Jahan get as a cheerleader: কিছুদিন আগেই শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতের পরাজয় হলেও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের। বিশ্বকাপ চলাকালীন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান উঠে এসেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেইজন্যই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। আপনারা হয়তো অনেকেই জানেন যে, হাসিন জাহান প্রথমে আইপিএল টুর্নামেন্টে চিয়ারলিডার হিসেবে কাজ করতেন। তিনি টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করতেন। তিনি তার কাজের জন্য কত পেতেন জানেন কি (Hasin Jahan)?

Advertisements

সূত্র মারফত জানা যায় যে, আইপিএল টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে চিয়ারলিডারদের স্যালারি বিভিন্ন রকমের দেওয়া হয়। চিয়ার লিডাররা কিন্তু আইপিএল টুর্নামেন্টে ম্যাচ প্রতি ১৪ থেকে ১৭ হাজার টাকা করে স্যালারি পায়। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, এই স্যালারির পাশাপাশি চিয়ার লিডাররা প্রতি ম্যাচে ৬,০০০ টাকা করে ইনসেনটিভ পেয়ে থাকে। এর থেকে আন্দাজ করা যায় হাসিন জাহান এর বেতন সম্পর্কে (Hasin Jahan)। হাজার নয়, মাস ফুরোলে লাখ লাখ টাকা রোজগার ছিল তার।

Advertisements

যে দল জয়ী হয় সেই দলের চিয়ার লিডারদের বোনাস হিসাবে দেওয়া হয় ৩,০০০ টাকা। যদি চিয়ার লিডাররা বিভিন্ন পার্টি-অনুষ্ঠানে আলাদা করে পারফরম্যান্স করে তার জন্য পাবে ৫,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। এছাড়াও ফটোশ্যুটের জন্য তাঁদের আলাদা করে আবার ৫,০০০ টাকা দেওয়া হয়। চিয়ার লিডার হিসাবে হাসিন জাহানও পেত একই মূল্য (Hasin Jahan)।

Advertisements

আরও পড়ুন ? Haseen Jahan: ‘সব চালাকি বেরিয়ে যাবে’, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট হাসিনের! এবার নিশানায় কে!

তথ্য মারফত জানা যায় যে, হাসিন জাহান দু’বার বিয়ে করেছেন। ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামি ছিলেন তাঁর দ্বিতীয় স্বামী। এর আগে তিনি বিয়ে করেছিলেন একজন মুদিখানা দোকানদারকে। তাঁর প্রথম স্বামীর নাম সইফুদ্দিন। আগে তিনি ছিলেন এই দোকানের মালকিন যার নাম হলো বাবু স্টোর্স। কিন্তু ছোটবেলা থেকেই তিনি খেলাধুলো এবং মডেলিংয়ের প্রতি আকৃষ্ট ছিলেন এবং সেই কারণেই এই পেশায় তার আসা। তিনি কলকাতায় আসার পর মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানলাম

মহম্মদ সামির সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছিল আইপিএল ম্যাচ চলাকালীন। এরপর তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। ২০১৪ সালে তাঁরা একে অপরকে বিয়ে করে ফেলেন। এমনকি তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। দুজনের বৈবাহিক সম্পর্ক কিন্তু বেশি দিন স্থায়ী ছিল না। হাসিন জাহান ২০১৮ সালে মহম্মদ সামির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। সেই তালিকায় ছিল গার্হ্যস্থ হিংসা, ম্যাচ গড়াপেটা এবং পরকীয়ার মতো মারাত্মক অভিযোগ। এরপর থেকেই দুজন পৃথক থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছেন।

Advertisements