Advertisements

পঞ্চায়েত ভোটের ডিউটিতে যাচ্ছেন! কত পাবেন বেতন! দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দামামা। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৮ জুলাই ভোট গ্রহণ হবে এবং ১১ জুলাই ভোটের ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ আর ২০ জুন পর্যন্ত মনোনয়নপত্র তুলে নেওয়ার সময়।

Advertisements

ভোটগ্রহণের দিন যেমন ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে থাকেন ঠিক সেই রকমই ভোট কর্মীদের ছাড়া ভোট গ্রহণ সম্ভব নয়। ভোট কর্মী হিসাবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা নিযুক্ত হয়ে থাকেন। ভোট কর্মী হিসেবে সরকারি কর্মীরা দায়িত্ব পালন করে থাকেন প্রিসাইডিং অফিসার, জোনাল অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের। পদ যাইহোক না কেন একদিন ভোটের ডিউটি মানেই সাম্মানিক অর্থাৎ বেতনের গল্প থেকেই যায়। ভোট কর্মীদের সরকারি নিয়ম অনুসারে এই বেতন দেওয়া হয়।

Advertisements

পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য জোনাল অফিসারকে এককালীন দেওয়া হবে ১৫০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ দেওয়া হবে ১০০ টাকা। সহকারি জোনাল অফিসার পাবেন ১২০০ টাকা। মাস্টার ট্রেনাররা পাবেন কাজের দিন হিসাবে প্রতিদিন ৩৫০ টাকা এবং এই টাকার অঙ্ক সর্বাধিক হবে ১৪০০ টাকা।

Advertisements

যারা প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত হবেন তাদের দুদিনের ট্রেনিং বাবদ দেওয়া হবে ৩৫০ টাকা করে। ভোটের সামগ্রী আনার জন্য তিন নম্বর দিন হিসাবে দেওয়া হবে ৩৫০ টাকা। ভোটের দিন অর্থাৎ চতুর্থ দিন পাবেন ৩৫০ টাকা। এছাড়াও খাবার খরচ বাবদ দেওয়া হবে ৩৪০ টাকা। বাড়তি একদিনের জন্য দেওয়া হবে ৩০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ দেওয়া হবে ১০০ টাকা। একজন প্রিজাইডিং অফিসার পাবেন মোট ২৩৪০ টাকা।

যিনি প্রথম পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হবেন তাকে দেওয়া হবে প্রথম দিনের ট্রেনিংয়ের জন্য ২৫০ টাকা, দ্বিতীয় দিনের ট্রেনিংয়ের জন্য ২৫০ টাকা, তৃতীয় দিনের ভোটের সামগ্রী আনার জন্য ২৫০ টাকা, ভোটের দিন ২৫০ টাকা, খাবার খরচের জন্য ৩৪০ টাকা এবং দু’দিনের ট্রেনিংয়ের জন্য ২০০ টাকা। তার মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১৫৪০ টাকা।

দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পোলিং অফিসাররা পাবেন ১৫৪০ টাকা করে। রিজার্ভড প্রিজাইডিং অফিসার পাবেন ১০৫০ টাকা। প্রথম রিসার্ভড পোলিং অফিসার পাবেন ৮৫০ টাকা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রিসার্ভড পোলিং অফিসার পাবেন ৮৫০ টাকা। বুথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যে সকল কর্মীদের নিয়োগ করা হবে তারা মাথাপিছু পাবেন ৯৭০ টাকা। ভোট পরিচালনার জন্য যে সকল গাড়ির চালক এবং সহকারি হিসাবে নিযুক্ত হবেন তাদের প্রতিদিনের হিসাবে দেওয়া হবে ১৭০ টাকা করে। এর সঙ্গে খাওয়া-দাওয়ার খরচ হিসাবে দেওয়া হবে ৪৫ টাকা করে। ছুটির দিনে কাজ করলে খাওয়ার খরচ দেওয়া হবে ৭৫ টাকা। অন্যদিকে যারা আশা কর্মী রয়েছেন তাদের দেওয়া হবে মোট ৬৭০ টাকা।

Advertisements