Due to the change in the rules of Dear Lottery, there has been a decline in sales: একপ্রকার ভাগ্যের খেলা ডিয়ার লটারি। জিততে পারলে হাতে হাতে নগদ পুরস্কার। আশাতীত লক্ষ্মী লাভের সম্ভাবনা। আর হারলে সামান্য আর্থিক ক্ষতি। প্রতিদিন বহু মানুষ নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য লটারির টিকিট কেনেন। বহু ব্যবসায়ী শুধুমাত্র লটারির টিকিট বিক্রি করে নিজেদের সংসার চালাচ্ছেন। তবে শুধু লটারি কাটলে অথবা লটারি বিক্রি করলেই হবে না। বেশ কিছু নিয়ম পালন করতে হয় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই। সম্প্রতি সেইসব নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। আর তাতেই যত বিপত্তি।
ডিয়ার লটারি (Dear Lottery) সংস্থার পক্ষ থেকে লটারির পুরস্কার প্রাপ্তির বিষয়ে কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম চালু হতেই লটারিতে প্রাপ্ত আর্থিক পুরস্কারের পরিমাণ অনেকটাই কমে গেছে। এর ফলে লটারি বিক্রির পরিমাণও কমেছে অনেকটা। খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিক্রি না হলে তাদের আয়ের পথও যে বন্ধ। লটারির নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ পুরস্কার পান। কিন্তু তিনি ছাড়া একাধিক ব্যক্তি ছোটখাটো আর্থিক পুরস্কার পেতেন এতদিন। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী, সেই ছোটখাটো আর্থিক পুরস্কারগুলির পরিমাণ আরো কমিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেই সমস্যার শুরু। পুরস্কারের পরিমাণ কমে যেতেই দৈনন্দিন লটারি কেনার প্রবণতা কমে গেছে গ্রাহকদের মধ্যে।
পুরনো নিয়ম অনুযায়ী, ১ কোটি টাকা সর্বোচ্চ পুরস্কার ধার্য করা হতো বেশিরভাগ ক্ষেত্রে। সেই পুরস্কার এখনো বহাল রয়েছে। কিন্তু তার নিচে ৪ লক্ষ, ২ লক্ষ, ৪৫ হাজার এমনকি ২৫০ টাকারও পুরস্কার ঘোষণা করা হতো। কিছু গ্রাহক সেই পুরস্কার গুলি জেতার সুযোগ পেতেন। এই ছোটখাটো পুরস্কারগুলির পরিমাণ হঠাৎ করেই কমিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর ফলে আর নিয়মিত টিকিট কাটতে চাইছে না গ্রাহকরা। বিক্রেতাদের মতে একসময় যিনি ৫ থেকে ১০ হাজার টাকার লটারি কিনতেন একবারে, এখনও তিনি কিনছেন ঠিকই তবে তার পরিমাণ অনেকটাই কম।
আরও পড়ুন ? Tax on Lottery: লটারিতে ১ কোটি জিতলে কত টাকা পাওয়া যায়! কত কেটে নেয় সরকার
ডিয়ার লটারিতে (Dear Lottery) আরো একটি নিয়মের পরিবর্তন করা হয়েছে। পুরনো নিয়ম অনুযায়ী, আগে যেটুকু লটারি বিক্রি হতো শুধু সেটুকু লটারির উপরেই খেলা হতো। বিক্রি না হওয়া লটারি গুলি খেলা থেকে বাদ পড়ে যেত। ফলে কোন না কোন ক্রেতা অবশ্যই পুরস্কার পেতেন নির্দিষ্ট পরিমাণ অর্থ। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, বিক্রি না হওয়া লটারিগুলিও খেলার অংশ হিসেবে রয়ে যাচ্ছে। ফলে অনেক সময় দেখা যাচ্ছে লটারি তে যে নাম্বারটি উঠেছে, সেটি বিক্রি হয়নি। দোকানদারের কাছেই রয়ে গেছে পুরস্কার প্রাপ্ত লটারিটি। আর যে লটারিগুলি বিক্রি হয়েছে তার মধ্যে থেকে কোন পুরস্কারই পাননি গ্রাহকরা। লটারি কেনার ক্ষেত্রে অনীহা তৈরি হওয়ার পিছনে এটাও একটা বড় কারণ।
লটারি বিক্রির পরিমাণ কমলে ক্রেতাদের আর্থিক সাশ্রয় হচ্ছে ঠিকই, কিন্তু বিক্রেতাদের আয়ের দিকেও খামতি থেকে যাচ্ছে। যে সমস্ত বিক্রেতারা শুধুমাত্র লটারির ব্যবসা করেই সংসার চালান তারা রীতিমতো সংসার খরচ যোগাড় করা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। ডিয়ার লটারির ()(Dear Lottery) পক্ষ থেকে আনা পুরস্কার সংক্রান্ত এই নতুন নিয়ম ক্রেতা বা বিক্রেতা কারোরই খুব একটা পছন্দ হচ্ছে না। দুপক্ষই নতুন নিয়ম বন্ধ করে, পুরনো নিয়ম ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষকে।