Digilocker: অযথা সময় নষ্ট না করে সেভ রাখুন এই নম্বর! অনায়াসেই ডাউনলোড হবে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স

Antara Nag

Published on:

Advertisements

Save and download important documents from Digilocker: ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি একটি ডিজিটালাইজেশন পরিষেবা প্রদান করে থাকে যার নাম ডিজিলকার (Digilocker)। ডিজিলকারে অ্যাকাউন্ট করে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে কোন নথিপত্র একাডেমির মার্কশিট থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেকোনো গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে রাখতে পারেন। এই কাজের জন্য ডিজিলকার প্রত্যেকটি অ্যাকাউন্টে ১ জিবি করে স্পেস দিয়ে থাকে।

Advertisements

এই পরিষেবাটি এখন সাধারণ মানুষ আরো সহজে পেতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ব্যক্তি জীবন নয়, কর্ম জীবনকেও প্রভাবিত করছে তার আধুনিক নানা ফিচারস এর মাধ্যমে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি অংশীদারিত্ব করেছে মাই গভর্মেন্টের সাথে। মাই গভারমেন্ট এর হেলথ ড্রিঙ্কের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই ডিজিলকারের (Digilocker) এক্সেস পেতে চলেছেন।

Advertisements

হোয়াটসঅ্যাপে ডিজিলকার (Digilocker) অ্যকাউন্টের অ্যাক্সেস পাওয়া গেলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই তাদের যেকোনো গুরুত্বপূর্ণ নথি যেমন পরিচয় পত্র থেকে শুরু করে একাডেমিক মার্কশিট, গাড়ির নথিপত্র ইত্যাদি জিনিস খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কোন কার্ডের হার্ড কপি সবসময় আপনার সাথে বহন করার প্রয়োজন নাও থাকতে পারে। সবথেকে মজার বিষয় হলো এই কাজের জন্য কোনরকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

Advertisements

আরও পড়ুন ? Gadgets Hacks: ফোন সুইচ অফ থাকলেও চিন্তা নেই! হারিয়ে যাওয়া বন্ধ স্মার্টফোন খুঁজে দেবে এই প্রযুক্তি

আপনার হোয়াটসঅ্যাপে ডিজিলকার (Digilocker) অ্যকাউন্টের অ্যাক্সেস পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। খুব সহজে আপনি কাজটি করতে পারবেন। +৯১৯০১৩১৫১৫ নম্বরে একটি মেসেজ পাঠালেই মাই গভারমেন্ট স্কিমের অন্তর্ভুক্ত সমস্ত সুবিধা গুলির তালিকা আপনার স্ক্রিনে ফুটে উঠবে। প্রদর্শিত নিয়মাবলী থেকে আপনি আপনার প্রয়োজনীয় পরিষেবাটি বেছে নিতে পারবেন। কিন্তু এই পরিষেবা পেতে গেলে ডিজিলকার একাউন্টের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ মেসেজটি করতে হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য হোয়াটসঅ্যাপ থেকে ডিজিলকারের (Digilocker) সাহায্যে নিজেদের নথিপত্র ডাউনলোড করার সুবিধা সেই সমস্ত ব্যবহারকারীরাই পাবেন যারা আগে থেকে ডিজিলকারে অ্যাকাউন্ট করে সেই সমস্ত নথি সেখানে আপলোড করে রেখেছেন। মাই গভারমেন্ট এর চ্যাটবক্স থেকে পরিষেবা বাছার পর, নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করলেই চ্যাটবক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ নথি গুলি পেয়ে যাবেন। আর সেখান থেকে অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবেন সব।

Advertisements