সুরক্ষিত থাকবে টাকা, ফোনে নিশ্চিন্তে রাখুন এই অ্যাপ, নয়া সুরক্ষা ব্যবস্থা SBI-এর

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে মানুষ যখন অধিকাংশ সময় গৃহবন্দি হয়ে পড়ছেন সেই সময় মানুষের চালচিত্রে একাধিক পরিবর্তন আসছে। এই সকল পরিবর্তনের মধ্যে অন্যতম হলো ডিজিটালাইজেশন। বর্তমানে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনলাইন প্রচলন বিপুল হারে বৃদ্ধি পেয়েছে।

তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন প্রচলন যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা প্রতিনিয়ত ফাঁদ পেতে সাধারণ মানুষকে প্রতারণায় জর্জরিত করছেন। এই সকল সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত দেখে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়া এক সুরক্ষা ব্যবস্থা নিয়ে এলো।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা এই সুরক্ষা ব্যবস্থায় আপনার টাকা আগের তুলনায় অনেকাংশে সুরক্ষিত। এমনটাই দাবি করা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশেষজ্ঞদের তরফ থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সুরক্ষা ব্যবস্থা হল সিম বাইন্ডিং সিস্টেম। এই সিম বাইন্ডিং সিস্টেম এবার ব্যাঙ্ক তাদের SBI YONO এবং SBI YONO Lite অ্যাপের সঙ্গে সংযুক্ত করেছে।

নতুন এই সুরক্ষা ব্যবস্থায় কিভাবে আপনার টাকা সুরক্ষিত থাকবে? এই নতুন ব্যবস্থার ফলে ব্যাঙ্কের এই অ্যাপে গ্রাহকদের লগইন করার সময় মোবাইল নম্বরের পাশাপাশি যাচাই করে নেওয়া হবে সিম কার্ড। দুটি ক্ষেত্রে যাচাই হওয়ার পরই এই অ্যাপ কাজ করবে। এর ফলে প্রতারকরা এতটা সহজে আর প্রতারণা করতে পারবেন না।

নতুন এই সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী যে সকল গ্রাহকরা SBI YONO অ্যাপ ব্যবহার করছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর এবং সিম কার্ড সেই স্মার্টফোনেই ভরে রাখতে হবে যেখানে এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে। অন্যথায় কোনভাবেই এই অ্যাপ কার্যকর করা যাবে না।

নতুন এই সুরক্ষা ব্যবস্থা গ্রাহকদের লগইন পদ্ধতি পরিবর্তন হয়েছে। এখন থেকে গ্রাহকদের SBI YONO অ্যাপে লগইন করার আগে যে স্মার্টফোনে অ্যাপ রয়েছে সেই ফোনে ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর এবং সিম কার্ডটি ভরতে হবে। এরপর গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর যাচাই করাতে হবে।

সিম কার্ড এবং মোবাইল নম্বর যাচাই করানোর সময় ফোনে দুটি সিম কার্ড ভরার থাকলে যে নম্বরটি সঙ্গে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে সেই সিম কার্ডটি বেছে নিতে হবে। এই পদ্ধতিতে লগইন করার পর গ্রাহকরা নিশ্চিন্তে তাদের লেনদেন করতে পারবেন। উল্লেখ্য সিম কার্ডটি ফোন থেকে বের করে দিলে আর ওই অ্যাপ কাজ করবে না।