নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রতিটি ব্যাঙ্কের শাখায় পরিষেবা দেওয়ার সময়সীমার পরিবর্তন ঘটালো। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন দেশের অবস্থা নাজেহাল ঠিক সেইসময় ব্যাঙ্কের তরফ থেকে পরিষেবা দেওয়ার জন্য সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সময়সীমা বেছে নিয়েছিল। এরপর ধীরে ধীরে যখন দেশ এই করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাইরে আসছে সেই সময়ই তারা আবার তাদের পরিষেবার সময়সীমা বদল করলো।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে তাদের এক গ্রাহকের প্রশ্নোত্তর পর্বে টুইট করে জানানো হয়েছে, ১ জুন থেকে ব্যাঙ্কের পরিষেবার সময় দু’ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত।
Now, as per SLBC instructions, our branch is functioning to render customer services from 10 a.m. to 4.00 p.m. w.e.f. 01.06.2021
— State Bank of India (@TheOfficialSBI) June 1, 2021
তবে এই নির্দেশিকা এখনই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে না বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেট ব্যাঙ্কের কর্মচারীদের সাথে কথা বলে জানা গিয়েছে, আপাতত ১৫ জুন পর্যন্ত রাজ্যের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাগুলি সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে।
অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের নগদ টাকা তোলার উর্ধ্বসীমা বর্তমানে অনেকটাই বাড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের গ্রাহকরা নিজেদের হোম ব্রাঞ্চ থেকে উইথড্রল স্লিপ দিয়ে দিনে সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং চেক মারফত যেকোনো শাখায় দিনে সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। চেক মারফত থার্ডপার্টি দিনে নগদ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।