টাকা জমা করার ক্ষেত্রে নতুন কার্ড আনলো SBI, মিলবে অবাক করা সুবিধা

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোটি কোটি মানুষ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর নির্ভরশীল। যে কারণে এই ব্যাংকের ছোটখাটো কোন পরিবর্তন সবচেয়ে বেশি মানুষের উপর প্রভাব ফেলে। এবার এই ব্যাংক টাকা জমা করার ক্ষেত্রে নতুন একটি কার্ড নিয়ে এলো। সেই কার্ড থাকলে অবাক করার সুবিধা মিলবে গ্রাহকদের।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে কার্ড আনা হয়েছে সেই কার্ড টাকা জমা করার সময় প্রয়োজন হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম টাকা জমা করার ক্ষেত্রে এই কার্ড আবশ্যিক বলে দাবি করেছে। যদিও ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই কার্ডকে আবশ্যিক করা হয়নি। তবে এই কার্ড থাকলে অনেক সুবিধা পাবেন তাদের ব্যাংকের গ্রাহকরা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে নতুন কার্ড আনা হয়েছে সেই কার্ডটি হলো SBI Green Card। এই কার্ডের মাধ্যমে ব্যাংকের শাখায় গিয়ে টাকা জমা করা যাবে। তবে এটিএম কার্ড ব্যবহার করে আগের মতই গ্রাহকরা এটিএম কাউন্টার থেকে যেমন টাকা তুলতে পারবেন ঠিক তেমনি আবার এটিএম কাউন্টারে টাকা জমা করতে পারবেন।

SBI Green Card যাদের কাছে এখনো পর্যন্ত নেই তারা তাদের ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করলেই এই কার্ড পেয়ে যাবেন। এই নতুন ধরনের কার্ড পাওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ২০ টাকা। এই কার্ডটি একেবারে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মতোই। এতে গ্রাহকের সম্পূর্ণ তথ্য থাকবে। এই কার্ড মেশিনে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্ট খুলে যাবে।

টাকা জমা করার সময় এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা নিমেষের মধ্যে তাদের টাকা জমা করে দিতে পারবেন তাদের অ্যাকাউন্টে। এই কার্ড আসার পর এবং যারা এই কার্ড ব্যবহার করবেন তাদের টাকা জমা করার যে স্লিপ তা পূরণ করতে হবে না। ফলে গ্রাহকদের টাকা জমা করার সময় যেমন ঝামেলা থেকে মুক্তি মিলবে ঠিক তেমনি সময় অনেক কম লাগবে। এছাড়াও ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।