নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এতটাই বেশি যে ব্যাংকের তরফ থেকে কোনরকম পরিবর্তন আনা হলেই তা দেশের সবচেয়ে বেশি গ্রাহকদের ওপর প্রভাব ফেলে। সম্প্রতি দেশের বৃহত্তম এই ব্যাংকের তরফ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঋণগ্রহীতাদের।
দেশের অধিকাংশ মানুষের স্বপ্ন রয়েছে নিজস্ব বাড়ি, গাড়ি ইত্যাদি করার। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকার কারণে অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না। আবার অনেক গ্রাহক রয়েছেন যারা নিজেদের এমন স্বপ্ন পূরণ করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। ব্যাংক থেকে নেওয়া সেই দিন ধাপে ধাপে ইএমআই পদ্ধতিতে তারা পরিশোধ করে থাকেন।
সেই রকমই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের কোটি কোটি গ্রাহকদের কার লোন, হোম লোন সহ বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সবাইকে অবাক করে ঋণের উপর সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে ঋণের ওপর ৫ বেসিস পয়েন্ট সুদবৃদ্ধি করা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে ১৫ জুলাই ২০২৩ থেকে।
এর আগে state bank of india ১৫ মার্চ বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল। আর এবার নতুন করে সুদ বৃদ্ধি করার কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওভার নাইট এমসিএলআর ৭.৯৫ থেকে বেড়ে দাঁড়ালো ৮%। এক মাসের MCLR ৮.১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ। তিন মাসের MCLR ৮.১০ শতাংশ থেকে ৮.১৫ শতাংশে বেড়েছে। ৬ মাসের ক্ষেত্রে MCLR ৮.৪০ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৮.৪৫ শতাংশ।
এক বছরের এমসিএলআর ৮.৫০ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশে বেড়েছে, দুই বছরের এমসিএলআর ৮.৬০ শতাংশ থেকে ৮.৬৪ শতাংশে এবং তিন বছরের এমসিএলআর ৮.৭০ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশে বেড়েছে। সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের ফলে যে সকল গ্রাহকরা বিভিন্ন কারণে ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের সুদের হার বৃদ্ধি পাবে।