নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের কোনায় কোনায় রয়েছে দেশের বৃহত্তম এই ব্যাংকের শাখা, ঠিক সেই রকমই দেশের কোনায় কোনায় পৌছে দেওয়া হয়েছে এই ব্যাংকের এটিএম (SBI ATM)। বিপুলসংখ্যক মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম-এর উপর নির্ভরশীল টাকা তোলার জন্য। যে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোন পরিবর্তন আনা মানেই তা বিপুল সংখ্যক গ্রাহকের উপর প্রভাব ফেলে।
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চিরাচরিত নিয়ম হল ডেবিট কার্ড পাঞ্চ করে টাকা তুলতে হয়। কিন্তু চিরাচরিত এই নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন অনেক ব্যাংক তাদের এটিএমে এমন পরিষেবা দিয়ে থাকে যাতে করে আর কার্ড পাঞ্চ করার প্রয়োজন হয় না। আর এই তালিকায় এগিয়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা এই পরিষেবা দিয়ে থাকে YONO অ্যাপের মাধ্যমে।
এবার এই YONO অ্যাপের পুনর্গঠন করা হয়েছে এবং চালু করা হয়েছে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রাল সুবিধা। এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, নতুন YONO অ্যাপ অর্থাৎ আপডেটেড অ্যাপের মাধ্যমে যেকোনো ব্যাংকের গ্রাহকরা স্ক্যান এবং পে এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। নতুন এই ব্যবস্থায় ইউপিআই অ্যাক্সেসের মত সুবিধা দেওয়া হচ্ছে।
YONO অ্যাপে এমন সুবিধা চালু হওয়ার ফলে কার্ড ছাড়া টাকা তোলার ক্ষেত্রে কেবলমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই গ্রাহক হতে হবে এমন কোন বাধ্যবাধকতা আর থাকলো না। এখন এই সুবিধা প্রদান করার ফলে যে কোন ব্যাংকের গ্রাহকরা UPI QR Cash অপশন বেছে নিয়ে ICCW রয়েছে এমন এটিএম থেকে টাকা তুলতে পারবেন। নতুন এই ব্যবস্থাই বহু গ্রাহক উপকৃত হবেন।
এটিএম থেকে কার্ড ছাড়া এইভাবে কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার সুবিধার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের সুরক্ষা অনেকটাই বৃদ্ধি পাবে। কেননা এই প্রযুক্তির ফলে আর ডেবিট কার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না। ডেবিট কার্ড ব্যবহার না হলে কার্ডের তথ্য চুরি হয়ে যাওয়ার মতো ঘটনাগুলি এক নিমেষে আটকে যাবে।