SBI Loans on EV: ইলেকট্রিক গাড়ি কেনার দুর্দান্ত সুযোগ, জলের দরে নামমাত্র সুদে লোন দিচ্ছে SBI

Prosun Kanti Das

Published on:

Advertisements

SBI offers loans at nominal interest for the purchase of electric cars: বর্তমানে পেট্রোল-ডিজেলের বাড়তি দাম চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মধ্যবিত্তের কপালে। কিভাবে সাধারণ মানুষ সামাল দেবে এই পরিস্থিতিতে? স্বাভাবিকভাবেই জ্বালানি গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির দিকে মানুষ বেশি ঝুঁকছেন। বর্তমান বাজারে ইভি গাড়ির চাহিদা অনেকটাই বেশি এবং সেই কারণেই ক্রেতাদের কথা মাথায় রেখে SBI (SBI Loans on EV) নিয়ে এসেছে খুব সহজভাবে কার লোন এর সুযোগ। এই লোনের নাম হলো ‘গ্রিন কার লোন’। পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় এই লোনে সুদের হার অনেকটাই কম।

Advertisements

আপনি যদি এই লোন সম্পর্কে জানতে চান তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনি যদি কম সুদে কার লোন পেতে চান তাহলে এসবিআই-এর গ্রিন কার লোন (SBI Loans on EV) আপনার জন্য একেবারে উপযুক্ত। সুদের হার ০.২০ শতাংশ কম। তবে গ্রাহককে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৮ বছরের মধ্যে এই চার লোন পরিশোধ করতে হবে। তবে জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে এসবিআই-এর ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর।

Advertisements

তবে এই লোন (SBI Loans on EV) যদি আপনি বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য করেন তাহলে অন রোড মূল্যের ৯০ শতাংশ ঋণ হিসেবে পাবেন। অন রোড মূল্যের মধ্যে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন, বিমা, বর্ধিত ওয়ারেন্টি, টোটাল সার্ভিস প্যাকেজ, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি এবং আনুষাঙ্গিক খরচ। গ্রাহকরা সাধারণ লোন নিলে ৮.৯৫ শতাংশ থেকে ৯.৯০ শতাংশ হারে সুদ পাবেন। তবে গ্রিন কার লোনের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কম, তা হলো ৮.৮৫ শতাংশ। আবার SBI টু হুইলারের ক্ষেত্রে সুদ নেবে ১৩.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ হারে।

Advertisements

আরও পড়ুন ? Big Step of BSNL: BSNL-কে নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ! ঘুম উড়তে চলেছে জিও, এয়ারটেলের

ধরুন কোন ব্যক্তি যদি ইলেকট্রনিক গাড়ি কেনার জন্য এসবিআই থেকে ৫ বছরের জন্য ৮.৮৫ শতাংশ হারে ২০ লাখ টাকার গ্রিন কার লোন (SBI Loans on EV) নেন তাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে ৪১,৩৭১ টাকার। কুড়ি লাখ টাকার ক্ষেত্রে সেই ব্যক্তিকে শুধু সুদ দিতে হবে ৪,৮২,২৭৬ টাকা। পাশাপাশি যদি কেউ এসবিআই থেকে ১০ বছর মেয়াদে ৮.৮৫ শতাংশ সুদের হারে ২০ লাখ টাকার লোন নেয় তাহলে প্রতি মাসে ইএমআই হবে ২৫,১৭৩ টাকা। যেহেতু মেয়াদ বৃদ্ধি পাচ্ছে তাই সুদের হারও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সুদ হিসেবে দিতে হবে ১০,২০,৭৭০ টাকা।

এসবিআই-এর ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন যে সমস্ত, সরকারি কর্মীরা মাসিক ৩ লাখ টাকা বেতন পাচ্ছেন, তাঁরা নেট মাসিক আয়ের ৪৮ গুণ ঋণ পেতে পারেন। অন্যদিকে আবার ব্যবসায়ী, পেশাদার এবং বেসরকারি কর্মচারীরা মোট করযোগ্য আয়ের ৪ শতাংশ ঋণ পাবে এসবিআই এর থেকে।

Advertisements