হাতে মাত্র কয়েকটা দিন, SBI প্লাটিনাম ডিপোজিট দিচ্ছে অনেক বেশি সুদ

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরের বিভিন্ন সময়ে তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসে। সীমিত সময়ের জন্য এই সকল অফারের সুবিধা নিয়ে বহু গ্রাহককেই লাভবান হতে দেখা যায়। সেই রকমই বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্লাটিনাম ডিপোজিট নামে একটি অফার চলছে। এই অফার খুব তাড়াতাড়ি শেষ হবে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অফার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে। এই অফার চলাকালীন কোন গ্রাহক নির্দিষ্ট এই স্কিমে টাকা রাখলে অতিরিক্ত সুদ পাবেন বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। ফলে কোনো গ্রাহকের যদি টাকা সঞ্চয় রাখার পরিকল্পনা রয়েছে তাহলে এই অফারের সুবিধা নিতে পারেন।

ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী এই অফারটি শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে। এক মাসের জন্য দেওয়া এই অফার শেষ হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এই স্কিম চলাকালীন সাধারণ গ্রাহকরা এবং সিনিয়র সিটিজেনরা আলাদা হারিয়ে তাদের শরীরের উপর সুদ পাবেন।

সাধারণ গ্রাহকরা এই স্কিমের ক্ষেত্রে ৭৫ দিনের জন্য ৩.৯৫%, ৫২৫ দিনের জন্য ৫.১০%, ২২৫০ দিনের জন্য ৫.৫৫% সুদ পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৭৫ দিনের জন্য ৪.৪৫%, ৫২৫ দিনের জন্য ৫.৬০%, ২২৫০ দিনের জন্য- ৬.২০% সুদ পাবেন।

এই খাতে সঞ্চয়ের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে যদি কোন গ্রাহক টার্ম ডিপোজিট করে থাকেন থাকে প্রতি মাসে অথবা প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ পাবেন। যদি কোনো গ্রাহক স্পেশাল টার্ম ডিপজিট করে থাকেন তাহলে সুদ পাবেন ম্যাচিউরিটি হওয়ার পর। এই সুদ গ্রাহকদের অ্যাকাউন্টে ব্যাঙ্কের তরফ থেকে নিজে থেকেই জমা করে দেওয়া হবে।

প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমানে সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ২.৯ থেকে ৫.৪ শতাংশ সুদ দিয়ে থাকে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এই সুদের তুলনায় আরও ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে যে স্কিম চলছে তাতে অনেকটাই বেশি টাকা পাওয়া সম্ভব।