SBI-এর নিয়মে আসছে বিরাট বদল! সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি গ্রাহকের উপর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের যে সকল ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা দেশের অন্যান্য সমস্ত ব্যাংকের তুলনায় কয়েক গুণ বেশি। যে কারণেই এই ব্যাংকের উপর সরাসরি ভাবে জড়িয়ে রয়েছেন দেশের অধিকাংশ মানুষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপক চাহিদার কারণে এই ব্যাংকের তরফ থেকে নিয়মে কোন পরিবর্তন আনা হলেই তা সরাসরি প্রভাব ফেলে দেশের কোটি কোটি গ্রাহকদের ওপর।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে সকল গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে সেই সকল গ্রাহকদের জন্য আগামী ৩০ জুন দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই দিন থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের একটি নিয়মে বিরাট পরিবর্তন আনছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পরিবর্তন আনছে সেই পরিবর্তনের প্রভাব পড়বে সরাসরি কোটি কোটি গ্রাহকদের উপর।

Advertisements

৩০ জন থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লকার (Bank Locker) সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে। ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩০ জনের মধ্যে সমস্ত গ্রাহককে সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করে ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এর জন্য ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে অনলাইনে ফর্ম বা আবেদন পত্র জমা দেওয়ার শুরু করা হয়েছে।

Advertisements

লকার চুক্তি পরিবর্তন করা হচ্ছে মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা অনুযায়ী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কুলার অনুযায়ী সমস্ত ব্যাংককে লকার সংক্রান্ত নিয়ম এবং চুক্তির তথ্য দিতে হবে। এর পাশাপাশি ব্যাংকগুলিকে ৩০ জনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ লকার গ্রাহক অ্যাগ্রিমেন্টে সংশোধন করতে হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী অগ্নিকাণ্ড, চুরি, ডাকাতি, ব্যাঙ্কের অবহেলা বা কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটলে ব্যাঙ্ক সেক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। এই ক্ষতিপূরণের পরিমাণ হবে লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণের সমান।

Advertisements