SBI offer to Paytm Customers: লক্ষ লক্ষ পেটিএম গ্রাহকদের চিন্তা দূর করল SBI, খুলে দেওয়া হল নতুন দরজা

নিজস্ব প্রতিবেদন : গত ৩১ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের (Paytm Payments Bank) উপর নিষেধাজ্ঞা নিয়ে বড় ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, নিষিদ্ধ করা হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। এই ঘোষণার পরই লক্ষ লক্ষ গ্রাহক যাদের পেটিএম পেমেন্টস ব্যাংক রয়েছে তারা চিন্তায় পড়ে যান।

কেননা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং তারপর থেকে আর পেটিএম পেমেন্টস ব্যাংকের বেশ কিছু পরিষেবা গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না। তবে ওয়ালেট অথবা অ্যাকাউন্টে থাকা টাকা গ্রাহকরা চাইলে অন্য কোথাও ট্রান্সফার অথবা ব্যবহার করতে পারবেন। তবে ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম-এর (Paytm) ফ্যাস্ট্যাগ, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইন্সট্রুমেন্টস, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ব্যবহার করা যাবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর এমন নিষেধাজ্ঞা জারি করার ফলে আরও বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের। যেমন অনেকেই রয়েছেন যারা নিজেদের ব্যবসার ক্ষেত্রেও পেটিএম ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে লক্ষ লক্ষ এমন পেটিএম ব্যবহারকারীদের জন্য নতুন দরজা খুলে দেওয়া হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI offer to Paytm Customers) তরফ থেকে। এই পদক্ষেপের ফলে বহু গ্রাহকের চিন্তা আপাতত দূর হলো বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন 👉 Paytm Payments Bank: পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দিল RBI, অ্যাকাউন্টে টাকা থাকলে জেনে নিন কী করণীয়

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া পেটিএম-এর উপর এমন নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, লাইসেন্স বাতিল করার প্রেক্ষিতে সরাসরি পেটিএমকে উদ্ধারে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কোন নির্দেশ যদি তারা পান তাহলে তারা প্রস্তুত থাকবেন। তবে এরই সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য বড় আশার আলো দেখিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া জানিয়েছেন, তাদের সাবসিডিয়ারি পেমেন্টস ইতিমধ্যেই দেশের যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা তাদের যেকোনো সময় নিতে প্রস্তুত। ঐ সকল ব্যবসায়ীদের তাদের তরফ থেকে পিওএস মেশিন (PoS) সরবরাহ করা হবে এবং পেমেন্ট সংক্রান্ত যাবতীয় সাহায্য করা হবে।