আর হ্যাপা নয়, ট্রেনের ভরসাও নয়! চালু হল বনগাঁ-দিঘা সরকারি বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দীঘার (Digha) সমুদ্র সৈকতে ভিড় জমাতে দেখা যায় পর্যটকদের। দিঘার সমুদ্র সৈকতে রাজ্যের বাসিন্দারা ছাড়াও ভিন রাজ্য এবং বিদেশ থেকেও বহু পর্যটকদের আগমন হয়। তবে অধিকাংশ পর্যটকদেরই দেখা যায় ট্রেনের উপর ভরসা করে রাজ্যের অন্যতম এই সমুদ্র সৈকতে পাড়ি দিতে। এক্ষেত্রে ট্রেনের টিকিট নিয়ে নানান সমস্যাও তৈরি হয়।

দীঘা সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি যে সকল এলাকার পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় তা হল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। এক্ষেত্রে বড় সংখ্যার পর্যটক ট্রেনের উপর ভরসা করে থাকলেও অনেকেই রয়েছেন যারা বিকল্প পরিবহনের খোঁজ চালান। আর তার জন্য রয়েছে ধর্মতলা, হাওড়া থেকে একের পর এক বাস পরিষেবা। সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে যারা দীঘা আসতে চান তাদের প্রথমে কলকাতা অথবা হাওড়া আসতে হয়।

এক্ষেত্রে একাধিকবার বাস অথবা ট্রেন পরিবর্তন করাই তাদের অনেক সময় ঝামেলায় পড়তে হয়। আর সেই ঝামেলা দূর করতে এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) সরাসরি বনগাঁ (Bongaon) থেকে দীঘা বাস পরিষেবা চালু করল। একেবারে সীমান্ত এলাকা বনগাঁ থেকে সরাসরি দীঘা যাওয়ার বাস পরিষেবা এলাকার বাসিন্দাদের কাছে স্বস্তি ও সুখবর। কেননা এর আগে এই সকল এলাকার বাসিন্দাদের প্রথমে হাবরা বা করুণাময়ী স্টেশন থেকে বাস ধরতে হতো। এতে হ্যাপা অনেক।

বনগাঁ থেকে দিঘা সরাসরি বাস পরিষেবার জন্য দীর্ঘদিন ধরেই দাবি-দাওয়া ছিল এলাকার বাসিন্দাদের। আর অবশেষে সেই দাবি দাওয়া মেনে গোপালনগর থেকে দিঘা পর্যন্ত চালু হল বাস পরিষেবা। গোপালনগরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো থেকে প্রতিদিন এই বাস যাতায়াত করবে দীঘা পর্যন্ত। ঐদিনই আবার দীঘা থেকে বাসটি ফিরে আসবে গোপালনগরে। ফলে যাওয়া আসায় কোন অসুবিধা থাকবে না।

গোপালনগর থেকে দীঘা বাসটি প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে এবং হাবরা, বারাসত, ডানলপ, কোলাঘাট হয়ে চলে যাবে সোজা দিঘা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রান্তিক এলাকার মানুষদের কথা মাথায় রেখে এই বাস পরিষেবা চালু হওয়ার কারণে বাসের ভাড়া খুব কম রাখা হয়েছে। মাত্র ২০০ টাকায় বনগাঁ থেকে দীঘা পৌঁছাতে পারবেন এলাকার বাসিন্দারা।