SL vs BAN Test: ১টা বলের পিছনে দৌঁড়াল ৫ ফিল্ডার! বাংলাদেশের ভিডিও দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

The scene of SL vs BAN Test Match got a laughter on social media: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে শেষ হলো দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের মত এই টেস্টেও বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইট করেছে শ্রীলঙ্কা। তবে সিরিজের ফলাফলের থেকেও আলোচ্য বিষয় হয়ে ওঠে খেলার মাঠের একটি বিষয়। প্রথম টেস্টে রিভিউ নেওয়ার মতো ঘটনা আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শ্রীলঙ্কার ব্যাটিং এর সময় একটি বল ক্রিকেটার প্রবাথ জয়সুরিয়ার ব্যাটের কানা ছুয়ে স্লিপ কর্ডনের মধ্য দিয়ে বাউন্ডারির দিকে চলে যায়। আর তৎক্ষণাৎ বাউন্ডারি আটকানোর জন্য স্লিপে দাঁড়ানো পাঁচজন ফিল্ডারই বলের পিছন পিছন বাউন্ডারি লাইনের দিকে ছুটতে থাকে। বাংলাদেশের ফিল্ডারদের এই অদ্ভূত কার্যকলাপটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

আসলে ভারত-পাকিস্তানের মতো শ্রীলংকা এবং বাংলাদেশের (SL vs BAN Test) মধ্যেও ক্রিকেট রাইভেলারি এখন চরম। যার শুরুটা ঘটেছিল বাংলাদেশী ক্রিকেটারদের নাগিন ড্যান্স সেলিব্রেশনের মাধ্যমে। আর হাল আমলের বিশ্বকাপ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট তাতে ঘৃতাহুতি দিয়েছে। ফলস্বরূপ সাম্প্রতিক কালে যখনই এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে তখনই দেখা গিয়েছে মাঠের বাইরে ফ্যানদের মতো মাঠের ভিতরে ক্রিকেটারদেরও একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে। উদাহরন স্বরূপ বলা যেতে পারে টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের টাইম আউট সেলিব্রেশন বা ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ ক্রিকেটারদের ব্রোকেন হেলমেট সেলিব্রেশন।

দুই দেশের ক্রিকেট প্রেমীদের নজর ছিল এই টেস্ট সিরিজের উপর। আগের দুই সিরিজ শ্রীলংকা এবং বাংলাদেশ (SL vs BAN Test) একটি একটি করে জেতায় এই সিরিজ কে জেতে তা নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭৮ করে অল আউট হয়ে যায়। ৩৫৩ রানে এগিয়ে থেকেও ফলো অন না করিয়ে আবারো ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৫৭ রান তুলতে ৭ উইকেট পড়ে যায় যায় তাদের। তারপর ইনিংস ডিক্লিয়ার করে দেয় তারা। যার বিপরীতে ৩১৮ করে আউট হয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন 👉 Govinda and KKR: গোবিন্দার সঙ্গে জড়িয়ে গেল কেকেআর! এই খেলোয়াড় বলিউড হিরোর জামাই

ঘটনাটি ঘটে যখন বাংলাদেশ বোলার মাহমুদ একটি ফুলটস শ্রীলঙ্কার ব্যাটার জয়সুরিয়ার ব্যাটের কানায় লেগে গালির দিকে চলে যায়। তখন বিভ্রান্ত হয়ে পাঁচজন বাংলাদেশের ফিল্ডারই বলটাকে তাড়া করেন। পয়েন্ট ফিল্ডার লিটন দাস শেষ পর্যন্ত বলটি ধরতে পারেন। এই উদ্ভট ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া অর্থাৎ টুইটার এ ভাইরাল হয়েছে। নেটিজেনরা এটিকে “লগন” চলচ্চিত্রের একটি দৃশ্যের সাথে তুলনা করেছেন, যেখানে সমস্ত ফিল্ডাররা একটি বাউন্ডারি বাঁচানোর জন্য দড়ির দিকে ছুটে গিয়েছিল।

এছাড়া ১২১ তম ওভারে যখন বাংলাদেশ পেসার খালেদ আহমেদ শ্রীলঙ্কার ব্যাটার প্রবাথ জয়সুরিয়াকে অফ স্ট্যাম্পের বাইরের একটি বল করেন। তখন বল ব্যাট ছুঁয়ে স্লিপে চলে যায়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য প্রথম স্লিপে বলটি বেশ উঁচুতেই ছিল তাই তা ছিটকে যায় এবং দ্বিতীয় চেষ্টায়ও তা ধরে রাখতে পারেননি। দ্বিতীয় স্লিপে দীপু যথেষ্ট সতর্ক হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন এবং ছিটকে যাওয়া বলটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও ব্যর্থ হন। তারপর তৃতীয় স্লিপে জাকির হাসান সুযোগ পেয়েছিলেন এবং ডাইভ দিয়ে চূড়ান্ত চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও পারেননি। সম্ভবত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ ড্রপ করা ক্যাচটি এটি।