নিজস্ব প্রতিবেদন : স্কুলে কখন পড়ুয়ারা প্রবেশ করবে, তা যেমন দীর্ঘদিন ধরেই নিয়মের আওতায় রয়েছে, ঠিক সেই রকমই শিক্ষক-শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মীরা কখন ঢুকবেন তারও নিয়ম (School Coming Rules For Teachers) রয়েছে। তবে বহু ক্ষেত্রেই এই নিয়ম মানা হয় না বলে অভিযোগ উঠতে দেখা যায় বিভিন্ন জায়গায়। অনেকেই অভিযোগ করে থাকেন, কোন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ‘আসি যাই, মাইনে পাই’ এমন প্রবণতা রয়েছে। তবে এবার এই নিয়মে আসছে বদল।
বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল ১০:৫০ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হয়। নির্দিষ্ট ওই সময়ের মধ্যে স্কুলে প্রবেশ করতে না পারলে ওই দিনের জন্য ওই শিক্ষক অথবা শিক্ষিকার খাতায় লেট মার্ক পড়ে। আবার ১১:১৫ বেজে গেলেও যদি ওই শিক্ষক-শিক্ষিকা স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে সেদিনের জন্য ওই স্কুল শিক্ষক অথবা শিক্ষিকার উপস্থিতির খাতায় লাল দাগ পড়ে।
কিন্তু এবার এই নিয়মেও বদল আনা হচ্ছে এবং নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে উপস্থিত হওয়া নিয়ে নতুন নিয়ম জারি হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১০:৫০ মিনিট নয়, এবার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সকাল ১০:৪০ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। সকাল ১০:৪০-১০:৫০ মিনিট পর্যন্ত প্রেয়ারের জন্য সময় নির্ধারিত থাকবে। ওই নির্ধারিত সময়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন ? মমতার ৪% DA বৃদ্ধি! এবার কত বেশি বেতন পাবেন স্কুল শিক্ষকরা! দেখুন পুরো হিসেব-নিকেশ
নতুন নিয়ম অনুযায়ী যদি কোন শিক্ষক বা শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী সকাল ১০:৪০ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে উপস্থিতির খাতায় ওই দিনের জন্য তার নামের পাশে লেট মার্ক যুক্ত করা হবে। যদি কোন শিক্ষক-শিক্ষিকা অথবা অশিক্ষক কর্মী সকাল ১১:১৫ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে না পারেন তাহলে তার উপস্থিতির খাতায় ওই দিন লাল দাগ অর্থাৎ অনুপস্থিতি যুক্ত হবে। মধ্যশিক্ষা পর্ষদের আওতায় থাকা সমস্ত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের জন্য এই নিয়ম কার্যকর।
এছাড়াও বলা হয়েছে, প্রতিটি স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের যখন খুশি বাড়ি চলে যাওয়া চলবে না। তাদের বিকাল সাড়ে চারটে পর্যন্ত স্কুলেই থাকতে হবে। এছাড়াও স্কুলের মধ্যে ঘন ঘন মোবাইল ফোন অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা যাবে না। যদি এই ধরনের গ্যাজেট পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে হয় তাহলেও তার জন্য অনুমতি নিতে হবে।