স্কুল খুলতে না খুলতেই নয়া পরিকল্পনা! বন্ধ হচ্ছে শনিবারের হাফ ছুটি!

নিজস্ব প্রতিবেদন : তীব্র গরমে প্রায় ৪৫ দিন গরমের ছুটি (Summer Holiday) কাটিয়ে বৃহস্পতিবার থেকে খুলেছে সরকারি স্কুলের দরজা। গত মে মাসের ২ তারিখ গরমের কারণে ছুটি ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মাঝে একবার স্কুল খোলার পরিকল্পনা গ্রহণ করা হলেও নতুন করে তাপপ্রবাহের (Heatwave) সর্তকতা থাকার কারণে ফের সেই ছুটি বাড়িয়ে দেওয়া হয়।

টানা ৪৫ দিন স্কুল ছুটি থাকার ফলে এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেবাস। বাকি যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে কিভাবে এত বড় সিলেবাস শেষ করা হবে তা নিয়ে চিন্তাই যেমন শিক্ষক মহল ঠিক সেইরকমই চিন্তাই অভিভাবকরাও। এমন পরিস্থিতিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

দীর্ঘ ছুটির কারণে ক্লাসরুমে পঠন-পাঠনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিতে প্রলেপ লাগাতে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সেই নির্দেশে বলা হয়েছে, অতিরিক্ত ক্লাস করিয়ে ওই সিলেবাস শেষ করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এই নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের একটি করে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে ঠিক কিভাবে পঠন পাঠন করিয়ে সিলেবাস শেষ করাতে হবে। পাশাপাশি সেই চিঠিতে বারবার অতিরিক্ত ক্লাসের উল্লেখ করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পাওয়া সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক বিদ্যালয় পুরোদমে পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে। এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো, রাজ্যের অনেক স্কুল ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করছে যাতে করে শনিবার পুরোদমে স্কুল চালু রাখা যায়।

একাধিক স্কুলের তরফ থেকে সিলেবাস দ্রুত শেষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শনিবার হাফ ছুটির পরিবর্তে অন্যান্য দিনের মতোই ক্লাস করানোর। সূত্র মারফত জানতে পারা এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে এবার শনিবার হাফ ছুটির পরিবর্তে ফুল স্কুল হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি সামনে আসেনি।