SDPI: মমতার মাথায় হাত! তৃণমূলের চাপ বাড়িয়ে এই ৭ লোকসভা কেন্দ্রে প্রার্থী নতুন এই রাজনৈতিক দলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, মনে করা হচ্ছে মার্চ মাসের শুরুর দিকেই ঘোষণা হয়ে যেতে পারে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন কারণে ইতিমধ্যেই চাপ বাড়ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের। আর এই চাপ দ্বিগুণ করতে নতুন এক রাজনৈতিক দল রাজ্যের ৭টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণা করলো।

Advertisements

রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফের পাশাপাশি নতুন এই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে প্রার্থী দিয়ে শাসক দল তৃণমূলেরই চাপ বাড়াবে আর এর বাড়তি সুবিধা পেতে পারে বিজেপি। যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক দলটি হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)।

Advertisements

পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই সংশয় রয়েছে। কেননা রাজ্যের শাসক দল তৃণমূল একাই লড়ার ইঙ্গিত দিয়েছে। স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলিও একাই প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এসডিপিআই সাতটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু ভোটে ভাঙ্গন ধরতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। কেননা ওই রাজনৈতিক দলের তরফ থেকে ইতিমধ্যেই দেশের ৬০টি কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Central Government Scheme: লোকসভা ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা, পাবেন ইনারা

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের অন্যান্য যে সকল রাজ্যের এসডিপিআই প্রার্থী দেবে সেগুলি হল উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, কর্নাটক। পশ্চিমবঙ্গের যে সাতটি কেন্দ্রে তাদের তরফ থেকে প্রার্থী দেওয়া হবে সেগুলি হল উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং মালদহ দক্ষিণ। মূলত সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করেই এই রাজনৈতিক দল লোকসভা কেন্দ্রগুলিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনে বিজেপি অপ্রত্যাশিতভাবে ফলাফল করেছিল। যে কারণে এবার বঙ্গ বিজেপিকে বড় টার্গেট দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তরফ থেকেও বিজেপির টার্গেটকে ভেঙে চুরমার করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সন্দেশখালি থেকে শুরু করে নতুন এই রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা করা রীতিমত চাপে ফেলছে শাসক দলকে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements