কবে চালু হবে হাওড়া শিয়ালদা মেট্রো পরিষেবা, জানিয়ে দিলো রেল

নিজস্ব প্রতিবেদন : কলকাতার বুকে মেট্রো পরিষেবা (Metro Rail) হলো অন্য একটি গুরুত্বপূর্ণ পরিসেবা। কলকাতার পাশাপাশি এবার পার্শ্ববর্তী জেলার অংশকেও মেট্রোর সঙ্গে জুড়ে ফেলার কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে এবং হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে যাবে এসপ্ল্যানেড। এরই মধ্যে আবার হাওড়া ময়দানের সঙ্গে কবে শিয়ালদা মেট্রো পরিষেবা (Sealdah to Howrah Maidan Metro) চালু হবে তাও জানিয়ে দিল রেল।

হাওড়া ময়দান থেকে শিয়ালদা মেট্রো রেলের মধ্য দিয়ে কবে সংযুক্ত হবে তা সোমবার শোনা গেল কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির মুখে। সোমবার তিনি শিয়ালদহ মেট্রোর স্টেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানেই তিনি হাওড়া ময়দান থেকে শিয়ালদা মেট্রোর সংযোগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। এর পাশাপাশি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল কেবল সময়ের অপেক্ষা বলেও জানান তিনি।

পি উদয়কুমার রেড্ডির কথা অনুযায়ী, বউবাজার এলাকায় কাজ চালানোর বিষয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে এই সেই জটিলতা এখন মিটে গিয়েছে এবং জটিলতা মিটে যাওয়ার পর তাদের তরফ থেকে রেল মন্ত্রীকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। বউবাজার এলাকায় কাজের জটিলতা কেটে যাওয়ার রিপোর্ট এবং অন্যান্য সমস্ত কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২৪ সালের জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতেই হাওড়া থেকে শিয়ালদা মেট্রো সংযোগ হয়ে যাবে।

আরও পড়ুন : Airport Metro: এয়ারপোর্টে যাওয়ার ঝামেলা শেষ, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে বিশেষ ব্যবস্থা

হাওড়া থেকে শিয়ালদা মেট্রো সংযোগ হয়ে যাওয়ার পর হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো সংযোগ সম্পূর্ণ হবে। অন্যদিকে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো চলাচল যেকোনো দিন শুরু হয়ে যেতে পারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জিজ্ঞেস করলে তাকে সমস্ত রিপোর্ট পাঠানো হয়েছে এবং রেলমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোন সময় এই রুটের মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার জন্য।

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মোট ৫.৪ কিলোমিটার মেট্রো পরিষেবার ক্ষেত্রে মোট পাঁচটি স্টেশন থাকছে। যেগুলি হলো কবি সুভাষ স্টেশন (নিউ গড়িয়া এলাকার জন্য), সত্যজিৎ রায় স্টেশন (বাঘাযতীন এলাকার জন্য), জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন (মুকুন্দপুর এলাকার জন্য), কবি সুকান্ত স্টেশন (কালিকাপুর এলাকার জন্য), হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়)।