১০০ বছরের ইতিহাসে বিরল, মহালয়ার দিনই সূর্যগ্রহণ, কোথায় দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মহাজাগতিক ঘটনা ঘটে থাকে তার মধ্যে অন্যতম হলো সূর্যগ্রহণ (Solar Eclipse) ও চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। চলতি বছর মোট চারটি গ্রহণ রয়েছে, যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। আবার এই দুই মহাজগতি ঘটনা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কমতি নেই। পাশাপাশি এই দুই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কুসংস্কার। সবকিছু মিলিয়ে মহাজাগতিক এই ঘটনা আরও মহারূপ নিয়ে থাকে।

২০২৩ সালের শুরুতেই এপ্রিল মাসের ২০ তারিখ এমনই একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হয় বিশ্ব। ওই দিন প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এইরকম বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৯৫ সালের ২৪ অক্টোবর। ঠিক একইভাবে মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাতেই ঘটতে চলেছে সূর্যগ্রহণ। দাবি করা হচ্ছে গত ১০০ বছরে এমন ঘটনা দেখা যায়নি।

চলতি বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। ঐদিন রয়েছে এই মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ। মূলত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেই সময় হয়ে থাকে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে। যে সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে। এমন মুহূর্তে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দেয় এবং তার ফলেই পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না। তখনই দিনের বেলায় নেমে আসে অন্ধকার আর হয় সূর্যগ্রহণ। তবে আংশিক সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

মহালয়ার দিন গত ১০০ বছরে সূর্যগ্রহণ না হওয়ার কারণে এবারের এই সূর্যগ্রহণকে বিরল ঘটনা বলা হচ্ছে। ঐদিন ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ লাগবে। গ্রহণ ছাড়বে তার পরের দিন মধ্যরাতে ২টো ২৫ মিনিটে। অর্থাৎ ভারতীয়রা এই গ্রহণ দেখার সুযোগ পাবেন না। কেননা যে সময় গ্রহণ শুরু এবং শেষ হচ্ছে সেই সময় ভারতে রাত।

ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও তা দেখা যাবে কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, ডোমিনিকা, বাহামার মত দেশ থেকে।