নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় চলতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হয়েছে। স্বাভাবিকভাবেই পরীক্ষা হয়ে যাওয়ার পর এখন পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীদের অভিভাবকরা কবে ফল প্রকাশ (MP and HS Result) পাবে তার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে নতুন একটি আপডেট নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে।
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক পরীক্ষার ফলাফলের আগেই প্রকাশ পেতে পারে। যা জানা যাচ্ছে তাতে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারা পরীক্ষায় যা নম্বর পেয়েছে তা এবার অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ১৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৫০ জনের কাছাকাছি পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি বাকি রয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফলাফল প্রকাশের বিষয়ে যেভাবে এগোচ্ছে তাতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ভোট প্রক্রিয়া চলাকালীন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে বলে খবর। এর পাশাপাশি কবে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে তাও আভাস পাওয়া গিয়েছে। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের আভাস পাওয়ার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের আভাসও মিলেছে বিভিন্ন সূত্রে।
আরও পড়ুন ? DigiLocker: মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক, DigiLocker থেকে করা যাবে সার্টিফিকেট ডাউনলোড, রইল পদ্ধতি
উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে বিভিন্ন সূত্রের তরফ থেকে দাবি করা হচ্ছে, চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে। পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার ক্ষেত্রে যা সম্ভাবনা তাতে ১৫ থেকে ১৯ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। যদি এদিক ওদিক হয় তাহলে বড়জোর এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। অন্যদিকে এমনটা যদি হয় তাহলে পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার ১৫ দিন পর পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেতে পারে।
অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পেতে পারে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের ১৫ দিন পর হাতে মার্কশিট দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গেলেও মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এমনটা হবে না। মাধ্যমিক পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ পাবে সেই দিনই পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। যা মনে করা হচ্ছে তাতে ৬ থেকে ১০ মে’র মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেতে পারে।