DigiLocker: মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক, DigiLocker থেকে করা যাবে সার্টিফিকেট ডাউনলোড, রইল পদ্ধতি

Easily download important documents from DigiLocker: ডিজিটাল যুগে অনেক অসাধ্য সাধন ঘটে নিমেষেই। বর্তমানে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডসহ সমস্ত বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন। ভাবছেন কিভাবে সম্ভব এটি? এই অসাধ্য সাধন হবে ডিজিলকারের মাধ্যমে। এছাড়াও, নিমেষের মধ্যে ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ডও। এই কার্যকারী জিনিসটি বানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে।

আমরা হয়তো জানি যে কোন চাকরি, স্কলারশিপে আবেদন করার জন্য সর্বদাই প্রয়োজন হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। বর্তমানে ডিজিলকার (DigiLocker) অ্যাপটির বেশ কার্যকর। আপনি যেকোনো ওয়েবসাইটে এর থেকে সার্টিফিকেট নিয়ে আপলোড করতে পারবেন। আসুন আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নিই এই অ্যাপটির সম্পর্কে।

ডিজিলকার থেকে আধার কার্ড ও প্যান বের করা সম্ভব এবং তা অবশ্যই বৈধ। যদি কোনো কারনে আপনার কাছে ফিজিক্যাল ডকুমেন্টস নাও থাকে তাহলেও এটা বৈধ হিসেবে গ্রাহ্য হবে। আপনি কোনও অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন ডিজিলকার থেকে নথি দেখিয়ে। ডিজিলকারের যেকোনো সার্টিফিকেট কিন্তু ট্রাফিক পুলিশ থেকে হোটেল সব জায়গাতেই বৈধ। এই অ্যাপটি কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত।

এই অ্যাপের মাধ্যমে শুধুই কি আধার প্যান পাওয়া যায়? এছাড়াও কোভিড-19 সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিজিলকার থেকে সহজেই ডাউনলোড করা যাবে। ডিজিলকার (DigiLocker) এমন একটি অ্যাপ যার মাধ্যমে সমস্ত দরকারি নথি এক জায়গাতেই পেয়ে যাবেন। দেরি না করে ফোনে আজই এই অ্যাপটি ইন্সটল করুন।

আরও পড়ুন 👉 HS New Rules: উচ্চমাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ার আগেই কড়া পদক্ষেপ সংসদের, এই কাজ করলেই মোক্ষম দাওয়াই

ডিজিলকার (DigiLocker) থেকে আধার ও প্যান কার্ড ডাউনলোড কী ভাবে করা যায়?

প্রথমে ডিজিলকার আধার ও প্যান কার্ড ডাউনলোড করার জন্য সার্চ বক্সে সার্চ করুন। এরপর নাম ও বাকি তথ্য যাচাই করে নিন। আধার কার্ডের ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটির মাধ্যমে সহজেই ফেচ হয়ে যাবে আধার কার্ড। একইভাবে প্যান কার্ডও ফেচ করা যাবে।

ডিজিলকার থেকে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করা যায়?

এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তারপর সেখান থেকে ইনস্টল করে নিন DigiLocker অ্যাপ। পরে আপনাকে ফোন নম্বর, OTP দিয়ে লগ ইন করতে হবে। এবার হোম সেকশনে ‘Education’ ট্যাবে ক্লিক করুন। তারপর বোর্ড সার্চ করে নিন। এখান থেকেই মার্কশিট/পাসিং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। পরবর্তী পেজে নাম, জন্ম তারিখ, রোল নম্বর এবং বছর সিলেক্ট করে ‘Get Document’ অপশনে ক্লিক করতে হবে। এই পদ্ধতির দ্বারাই ডাউনলোড হয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ নথি। এখান থেকেই অন্য জায়গায় শেয়ার করতে পারবেন।