স্কুল শুরু হওয়ার টাইম, ক্লাসের টাইম, মানতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদন : নতুন বছর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করার পাশাপাশি শিক্ষাবর্ষ নিয়েও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষা বর্ষে সেই নির্দেশিকাই স্কুলের টাইম, ক্লাসের টাইম ইত্যাদি সম্পর্কে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী তা কড়া ভাবে মানতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।

স্কুল খোলা থেকে ক্লাসের টাইম সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে। ছুটির সেই তালিকা অনুযায়ী এবার মোট ৬৫টি ছুটি পাওয়া যাবে। রবিবার বাদে গরমের ছুটি পাওয়া যাবে ১০ দিন আর রবিবার বাদে পুজোর ছুটি পাওয়া যাবে ২৬ দিন।

রাজ্য সরকারের তরফ থেকে স্কুল ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী বিভিন্ন জায়গার স্থানীয় এবং রাজ্য ও কেন্দ্র স্তরের ছুটি অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রাকৃতিক বিপর্যয় অথবা অন্য কোন কারণে স্থানীয় প্রশাসন ও স্কুল পরিচালন মন্ডলীর নির্দেশক্রমে সেই ছুটির তালিকায় পরিবর্তন আনা যেতে পারে। যদিও ছুটির সংখ্যা কোনভাবেই ৬৫-র বেশি হবে না।

স্কুল খোলার নির্দেশিকা অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে, সকাল ১০:৪০ মিনিটে শুরু হবে প্রার্থনা এবং প্রার্থনার জন্য বরাদ্দ হবে ১০ মিনিট। এরপর সকাল ১০টা ৫০ মিনিট থেকে শুরু হবে ক্লাস। বিকাল সাড়ে চারটে পর্যন্ত ক্লাস চলবে। ক্লাসের ক্ষেত্রে মোট আটটি পর্ব থাকবে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ১০:৪০ মিনিটের আগে স্কুলে উপস্থিত হতে হবে। যদি কেউ ১০টা ৫০ মিনিটের পর স্কুলে উপস্থিত হন তাহলে লেট মার্ক করা হবে।

এছাড়াও শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের কোন অশিক্ষক কর্মী যদি ১১:০৫ মিনিট পর্যন্ত ঢুকতে না পারেন তাহলে তাকে সেই দিনের জন্য অনুপস্থিত বলে গণ্য করা হবে। এছাড়াও শিক্ষক-শিক্ষিকারা ক্লাস চলাকালীন কোনোভাবেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। পাশাপাশি তাদের নিজেদের আচরণ সম্পর্কে স্কুলের ভিতর এবং বাইরে সতর্ক থাকতে হবে যাতে পদের অসম্মান না হয়।