LIC Aadhar Shila Policy: ১১ লক্ষ টাকা মিলবে হাতে হাতে, LIC-র এই পলিসিতে প্রতিদিন রাখুন ৮৭ টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Secure your future by investing in LIC Aadhar Shila Policy: বর্তমান সমাজে নারী পুরুষ উভয়ই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। বিভিন্ন বিনিয়োগ সংস্থা গ্রাহকদের আকর্ষিত করার জন্য বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। বিনিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য দারুন অফার দিচ্ছে এলআইসি। দৈনিক মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে হাতে পেতে পারেন ১১ লক্ষ টাকা। প্রকল্পটির নাম এলআইসি আধার শিলা প্ল্যান (LIC Aadhar Shila Policy) নন লিঙ্কড একক জীবন বীমা প্ল্যানটি বিশেষভাবে মহিলাদের জন্যই পরিকল্পনা করা হয়েছে। এই প্ল্যানে বিনিয়োগ করলে মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। গ্রাহকের আকস্মিক মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে এলআইসির পক্ষ থেকে।

Advertisements

অন্যান্য জীবন বীমা সংস্থাগুলির তুলনায় এলআইসি কম ঝুঁকিপূর্ণ। তাই এলআইসি তে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের আগ্রহ অনেকটাই বেশি। গরিব থেকে বড়লোক প্রত্যেকের আর্থিক ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করার জন্য একাধিক পলিসি রয়েছে এলআইসির কাছে। এই পলিসিগুলির মধ্যে অন্যতম আধার শিলা প্ল্যান (LIC Aadhar Shila Policy) মহিলাদের আর্থিক নিরাপত্তার কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে এলআইসির পক্ষ থেকে। এই প্রকল্পে বিনিয়োগের মাত্রা খুবই কম। তাই চাকুরীজীবী মহিলা ছাড়াও গৃহবধুরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। দিনে মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১১ লক্ষ টাকা পাবেন সেই মহিলা।

Advertisements

এলআইসি আধার শিলা প্লানে (LIC Aadhar Shila Policy) বিনিয়োগ করতে পারবেন ১৮ বছর থেকে ৫৫ বছর বয়সী মহিলারা। ম্যাচুরিটির জন্য সর্বচ্চ বয়স ধার্য করা হয়েছে ৭০ বছর অব্দি। এই প্রকল্পের ন্যূনতম ৭৫ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা অব্দি বিনিয়োগ করা সম্ভব। কোন মহিলা যদি দৈনিক ৮৭ টাকা করে জমানো শুরু করেন, তাহলে ১ বছরে তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৩১ হাজার ৭৫৫ টাকা। ১০ বছরে হবে ৩ লক্ষ ১৭৫৫০ টাকা। ৫৫ বছর বয়সী কোনো মহিলা যদি ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের মেয়াদ শেষ সত্তর বছর বয়সে তিনি হাতে পাবেন ১১ লক্ষ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Gold Loan New Rules Effect: গোল্ড লোনের নতুন নিয়মে আমজনতার কতটা লাভ বা ক্ষতি! দেখে নিন হিসেব-নিকেশ

বিনিয়োগের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যদি পলিসি হোল্ডার জীবিত থাকেন, তাহলে প্রাপ্ত অর্থের সাথে ম্যাচুরিটি বেনিফিট দেওয়া হবে বিনিয়োগকারীকে। এই টাকা নতুন পলিসির জন্য পুনরায় বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারী। যদি পলিসি চলাকালীন বিনিয়োগকারীর আকস্মিক মৃত্যু ঘটে, তাহলে পলিসির নমিনি সমস্ত বেনিফিট পাবেন। বিনিয়োগকারির অকাল মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সাহায্য করবে এলআইসি কর্তৃপক্ষ।

আধার শীলা প্লানে (LIC Aadhar Shila Policy) বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারী পেমেন্ট মোড বেছে নিতে পারবেন। বিনিয়োগকারী চাইলে প্রতি মাসে, প্রতি তিন মাস অন্তর বা প্রতি ছয় মাসে অন্তর বা প্রতিবছরে একবার বিনিয়োগের অর্থ পেমেন্ট করতে পারবেন। যেকোনো পদ্ধতিতে বিনিয়োগ করা যাবে ঠিকই, কিন্তু পেমেন্টের ক্ষেত্রে যেকোনো একটি নির্দিষ্ট মোডের ধারাবাহিকতা বজায় রাখতে হবে গ্রাহককে। পরপর টানা ২ বছর পলিসি চালানোর পর যদি গ্রাহক মনে করেন তিনি আর পলিসিটি চালাতে চান না, তাহলে সারেন্ডার করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে জমা করা প্রিমিয়ামের অর্থের সমান সারেন্ডার ভ্যালু রিটার্ন হিসেবে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।

Advertisements