নিজস্ব প্রতিবেদন : দিন দিন দেশের বিভিন্ন মেট্রো শাখায় ভিড় বাড়ছে যাত্রীদের। মেট্রো শাখায় ভিড় বাড়ার ফলে বিভিন্ন সময় বসার জন্য ঝগড়া, ঝামেলার মতো ঘটনাও সামনে আসতে দেখা যাচ্ছে। আবার সেই সকল ঘটনা অনেক ক্ষেত্রেই ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল (Metro Viral Video) হয়েও যায়। ঠিক সেই রকমই এবার একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেট্রোতে ঠেঁসাঠেসি ভাবে যাত্রীরা যাচ্ছেন। ভিড় এতটাই যে যাত্রীদের দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। আবার যারা বসে রয়েছেন তাদেরও খুব কষ্ট করেই বসে থাকতে দেখা যাচ্ছে। এরই মধ্যে এক মহিলা যাত্রী সিটে বসার চেষ্টা করেন। কিন্তু সিটে বসার মত এক ফোঁটা জায়গা না থাকাই তাকে রীতিমত ঝগড়া করতে দেখা যায়।
দেখা যায় ওই মহিলা মেট্রোযাত্রী বসে থাকা যাত্রীদের সঙ্গে কিছুক্ষণ তর্ক-বিতর্ক করার পর এক পুরুষ মহিলা যাত্রীর কোলে জোর করে বসে পড়েন। ঘটনা বেগতিক দেখে পাশে থাকা আরেক পুরুষযাত্রী সরে পালান। তবে ওই মহিলা যাত্রী একটু অন্যরকম মানসিকতা নিয়েই ওই পুরুষ যাত্রীর কোলে ঠেসে ঠেসে বসে পড়েন। আর এইভাবে বসে পড়ার পর ওই মহিলা যাত্রী ওই পুরুষ যাত্রীকে নানান কথাও বলতে শুরু করেন।
আরও পড়ুন ? Viral Video: ডাঙ্গায় ওঠা যন্ত্রণায় কাতর মাছের জন্য যা করল সারস! ভিডিও দেখলে মন জুড়িয়ে যাবে
ওই মহিলা যাত্রী বলেন, “আমার কিছু এসে যায় না। এসে যায় আপনার। আমি তো নির্লজ্জ। সমস্যা তৈরি হবে আপনারই। তাও আবার রাতে।” ওই মহিলার এমন ব্যবহার দেখে অন্য একজন যাত্রী তাকে বলতে যান, ‘আপনি ভুল করছেন।’ কিন্তু ওই মহিলা নিজের গো ধরে বসে থেকে ওই ব্যক্তিকে ওই মহিলা উত্তরে জানান, তিনি কোনরকম অন্যায় বা ভুল করেননি। তিনি সবসময় নিয়ম মেনেই চলেন।
#delhimetro
दिल्ली मेट्रो में महिला को सीट न मिली तो आदमी के गोद में बैठ गई। वीडियो हुआ वायरल pic.twitter.com/pTb7dMHAbQ— Yug (@mittal68218) April 21, 2024
তবে সেসব যাই হোক এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিশেষ করে ওই মহিলার উত্তর ‘রাতের বেলায় বুঝতে পারবেন’কে ঘিরে। কেননা এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটাই এখন সোশ্যাল মিডিয়ার নাগরিকদের মধ্যে প্রশ্ন। এখন প্রশ্ন হল এই ঘটনাটি কোথায় ঘটলো? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও থেকেই জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোতে। এই ঘটনার পর অনেকেই ওই মহিলার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশের কাছে ও মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।