বোলপুরে ১টি রিসোর্ট, ২টি বাড়ির হদিশ, নাম জড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গত সপ্তাহের শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। একই সঙ্গে ইডির আধিকারিকরা হানা দেন টালিগঞ্জে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং অন্যান্য সামগ্রী।

এই কোটি কোটি টাকার রেস কাটতে না কাটতেই বুধবার রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার একটি ফ্ল্যাটে ইডি হানা দিয়ে উদ্ধার করে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে যখন রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে সেই সময় বোলপুরে একাধিক জায়গায় রহস্যজনক সম্পত্তির হদিশ মিলল।

বোলপুরে এখনো পর্যন্ত দুটি বাড়ি এবং একটি রিসোর্টের খোঁজ পাওয়া গিয়েছে যেগুলির মূল্য কয়েক কোটি টাকা। এই সকল রিসোর্ট এবং বাড়িগুলি হয় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা নাম মোনালিসা দাসের নামে অথবা পার্থ চ্যাটার্জির নামে বেনামে রয়েছে। এগুলির মধ্যে একটি হলো অপা, একটি তিতলি এবং একটি ইচ্ছে। এই সকল বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখা যেত বলে দাবিও করেছেন স্থানীয়রা।

অন্যদিকে শান্তিনিকেতনের সোনাঝুরিতে ৬ বিঘা একটি জমির হদিস পাওয়া গিয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। এই জমিটি এখন ঘিরে রাখা হয়েছে, তবে সেরকম ভাবে কিছু করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই জমিটি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নের নামে কেনা হয়েছে।

বোলপুরের মত জায়গায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রীর এইভাবে নামে বেনামে যে সকল সম্পত্তির হদিস মিলেছে সেখানে প্রতি জায়গাতেই কেয়ারটেকার রাখা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আরও কয়েক জায়গায় এই ধরনেরই সম্পত্তি রয়েছে।