Indian Railway Share: ১২৬% দাম বাড়ল রেলের এই সংস্থার শেয়ারের, বিনিয়োগ না করে পস্তাচ্ছেন

Prosun Kanti Das

Updated on:

The share price of this company of Indian Railway rose by 126%: বছরের দ্বিতীয় মাসেই দারুন চমক দিল ভারতীয় রেল (Indian Railway Share)। রেলওয়ের সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার গুলি বুধবার লেনদেনের ক্ষেত্রে সকলের নজর কেড়েছে। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের হঠাৎ এই পারফরম্যান্স দেখে স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন বাজার ও অর্থনৈতিক বিশেষজ্ঞরাও। হঠাৎ রেলটেল এর এই দারুন ফলাফল রেলের উন্নতির দিকে দারুন ভাবে কার্যকর হতে চলেছে।

বুধবার লেনদেনের সময় দেখা যায় ভারতীয় রেলওয়ের (Indian Railway Share) সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার দর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই শেয়ার দরের পরিমাণ হয়েছে ৩৮৫.২৫ টাকা। জানা গেছে একটি বড় অর্ডার এর জন্যই শেয়ারের এই ঊর্ধমুখী দর নির্ধারিত হয়েছে। এ প্রসঙ্গে জানা গেছে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি প্রসার ভারতী ব্রডকাস্টিং থেকে ওটিটি প্ল্যাটফর্মের অর্ডার লাভ করেছে।

এই অর্ডার পাওয়ার পর থেকেই ভারতীয় রেলের (Indian Railway Share) রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের ক্ষেত্রে ব্যাপক ক্রয় বিক্রয় শুরু হয়েছে। সূত্র মারফত জানা গেছে প্রসার ভারতী ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দিকগুলি নজর রেখে এই বড় ওয়ার্ক অর্ডার পেয়েছে। তাদের পাওয়া এই অর্ডারটির মূল্য মোট ১৩৯.৭৩ কোটি টাকা। ছয় মাসে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ১২৬.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক বছরে এই বৃদ্ধির পরিমাণ হলো ২২৩.৬১ শতাংশ।

আরো পড়ুন👉 তেল, নুন, পেস্ট অতীত! এবার রামদেব বাবা কিনছেন এই সফ্টওয়্যার কোম্পানি

রেলওয়ে স্টক গুলির মধ্যে রেলটেল সংস্থা বর্তমানে সর্বাধিক লাভকারী সংস্থা হিসাবে বিবেচিত হয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারের দিক থেকে বর্তমানে এটি বেঞ্চমার্ক নিফটি ৫০ কেও ছাপিয়ে গেছে। যা ছয় মাসে মোট বৃদ্ধি পেয়েছে ১১.২০ শতাংশ। বাৎসরিক হিসাবে এই বৃদ্ধির পরিমাণটি হলো ২.৫৩ শতাংশ। এই শেয়ারের ৫২ সপ্তাহের উচ্চ মূল্য হলো ৪৫৯.৩০ টাকা। ৫২-সপ্তাহের নিম্ন মূল্য হলো ৯৬.২০ টাকা। বর্তমানে এই সংস্থার বাজার মূলধন এর পরিমাণ হলো মোট ১২০৭৫.৩ কোটি টাকা।

ডিসেম্বর ত্রৈমাসিকের ক্ষেত্রে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর মুনাফা ও আয় বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এর মধ্যে এই কোম্পানিটির রাজস্ব ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। চলতি অর্থ বছরে ডিসেম্বর ত্রৈমাসিকে রাজস্ব আগের থেকে বেড়ে হয়েছে ৬৬৮ কোটি টাকা। এই সময়ে নিট মুনাফা ৩২ কোটি টাকা থেকে বেড়ে ৬২ কোটি টাকা হয়েছে। অর্থাৎ তা বেড়েছে ৯৩ শতাংশ।