যা ছিল সব শেষ! কেউ নেই! টাকা পেতে যা চাইলেন অনুব্রত কন্যা সুকন্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকা অভিযুক্তদের ধরতে তেড়েফুঁড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই মামলায় গত বছর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তার গ্রেপ্তার হওয়ার পর ধাপে ধাপে গ্রেপ্তার হন তার হিসাব রক্ষক মনিশ কোঠারি, পরে আবার দিল্লিতে ডেকে গ্রেপ্তার করা হয় তার মেয়ে সুকন্যা মন্ডলকে (Sukanya Mondal)।

Advertisements

বর্তমানে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মতোই তিহার জেলে রয়েছেন সায়গাল হোসেন, মনিশ কোঠারি এবং সুকন্যা। যাদের বিরুদ্ধে গরু পাচারকাণ্ডের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে তারা এখন তিহারে গিয়ে নিঃস্ব! এমনটাই দাবি তুলেছেন অনুব্রত কন্যা সুকন্যা। হাতে যার টাকা পয়সা ছিল সব নাকি শেষ। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সুকন্যা এবার নতুন পন্থা বেছে নিলেন।

Advertisements

সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে সুকন্যা মন্ডলের শুনানি ছিল। সেখানে তিনি দাবী করেছেন তার হাতে এখন আর টাকা-পয়সা নেই। এমনকি তিনি দাবি করেছেন, এই পরিস্থিতিতে তিনি আইনজীবীদের টাকা দিতে অপারগ। আর এই সকল যুক্তি দেখিয়েই জামিনের জন্য আবেদন জানান সুকন্যা। ঠিক কি আবেদন জানিয়েছেন সুকন্যা মণ্ডল।

Advertisements

সুকন্যা মণ্ডল আদালতে দাবি করেন, আইনজীবীদের জন্য যে খরচ তা তিনি জোগাড় করতে অপারগ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় টাকা জোগাড়ের জন্য যেন তাকে ছয় সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়। সুকন্যা মন্ডলের এমন দাবির পরিপ্রেক্ষিতে সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং নোটিশ করে ইডির জবাব তলব করেছেন।

রাউজ অ্যাভিনিউ আদালতের সুকন্যা মণ্ডল আবেদনে লিখেছেন, তিনি এবং তার বাবা তিহার জেলে বন্দি থাকার কারণে আর্থিকভাবে সহযোগিতার জন্য কোন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা ঘনিষ্ঠরা কেউ এগিয়ে আসছেন না। এমন অবস্থায় তিনি জামিন পেলে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারবেন। তিনি আদালতের নির্দেশেই চলবেন। সুকন্যা মন্ডলের এমন দাবির পরিপ্রেক্ষিতে আগামী দিনে আদালত কি রায় দেয় তা জানতে অপেক্ষা করতে হবে ১০ জুলাই পর্যন্ত।

Advertisements