Goa Tour IRCTC : ইচ্ছেমত জলের দরে ঘুরে আসুন গোয়া, সব ব্যবস্থা করবে IRCTC

Published on:

Advertisements

Goa Tour IRCTC : এই তীব্র গরম। দীঘা, পুরি আর কত ঘুরবেন। মনটা কবে থেকে গোয়া গোয়া করছে? মনে হচ্ছে সি-বিচে বসে একটু সন্ধে উপভোগ করার কথা? সানসেট আর সঙ্গে ঠান্ডা বিয়ার? তবে ভাবলেই তো আর হলো না। গোয়া ঘুরতে যাবার খরচ তো আর কম নয়।

Advertisements

সঙ্গে আবার রয়েছে পছন্দমত হোটেল বুকিং। সাইটসিন এর ব্যবস্থা করা। ট্যুর প্লানও ঠিকমতো সাজানো না হলে, ঘুরতে গিয়েও শান্তি পাওয়া যাবে না। সব মিলিয়ে ঝক্কি অনেক। কিন্তু এবার নো চিন্তা। আইআরসিটিসির সৌজন্যে ঘুরে আসতে পারেন গোয়া থেকে। তাও আবার কোনও রকম ঝঞ্ঝাট ছাড়া। সঙ্গে পকেট ফ্রেন্ডলি বাজেটে।

Advertisements

ভ্রমণ প্রেমী মানুষদের কথা ভেবে নানা সময়ে টুর প্ল্যান করে আইআরসিটিসি। ভারতীয় রেলের এই সহযোগী সংস্থাটি এবার যাত্রীদের জন্য এনেছে গোয়া ট্যুর প্যাকেজ। এই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ঘুরতে গেলে কম খরচে গোয়া উপভোগ করা যাবে বেশ ভাল। গোয়া ভ্রমণের এক সাশ্রয়ী এবং দুর্দান্ত প্যাকেজন এনেছে IRCTC। এই প্যাকেজের মাধ্যমে, আপনি স্বল্প খরচেও সম্পূর্ণ গোয়াকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন।

Advertisements

আসুন জেনে নেওয়া যাক প্ল্যান সম্পর্কে বিস্তারিত। আইআরসিটিসির এই গোয়া টুর শুরু হবে চন্ডিগড় বিমানবন্দর থেকে। চন্ডিগড় থেকে রওনা দেওয়া সকাল ৭:১৫ মিনিটে। তারপর গোয়া পৌঁছে সরাসরি হোটেলে। সফরের দ্বিতীয় দিনে সকালের জলখাবার খাওয়ার পর পর্যটকরা উত্তর গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এর পরে গোয়ার আগুয়াডা বন্দর, সিঙ্কেরিম বিচ এবং ক্যান্ডোলিম বীচের দর্শনীয় স্থান ভ্রমণ করা হবে। দুপুরের খাবার খেয়ে পর্যটকরা সান্ধ্যকালীন বিনোদনের জন্য যেতে পারেন বাগা বিচে।

প্যাকেজ অনুযায়ী ভ্রমণের তৃতীয় দিনে আপনারা এক্সপ্লোর করতে পারবেন দক্ষিণ গোয়া। সন্ধ্যায় রয়েছে ক্রুজে আনন্দ করার সুযোগ। দক্ষিণ গোয়ায় হোটেলে ব্রেকফাস্ট করবেন পর্যটকরা। দক্ষিণ গোয়াতে, পর্যটকদের বন জেসাস চার্চ, ওল্ড গোয়ার ব্যাসিলিকা এবং অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের ক্যাথলিক চার্চ দেখানো হবে। এর পর পর্যটকরা মিরামার সমুদ্র সৈকতেও যেতে পারেন। সন্ধ্যায়, পর্যটকরা চাইলে কেনাকাটা বা মান্ডোভি রিভার ক্রুজেও যেতে পারেন।

এই প্যাকেজে টুরের চতুর্থ দিনে আপনারা নিজেদের ইচ্ছামত গোয়ার আশপাশে জায়গাগুলি ঘুরতে পারেন। হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে আপনারা দেখে নিতে পারেন আশপাশের জায়গা গুলি। পাঁচদিনের এই টুরের শেষ দিন সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট তারপর যাবেন গোয়া বিমানবন্দর। সেখান থেকে পর্যটকরা রওনা দেবেন চন্ডিগড়ের উদ্দেশ্যে।

চার রাত এবং পাঁচ দিনের এই প্যাকেজ গোয়া ট্যুরে অনেক সুবিধা দিচ্ছে আইআরসিটিসি। প্রথমেই জেনে নিন এই প্যাকেজের জন্য আপনাকে কত খরচ করতে হবে। IRCTC-এর গোয়া ভ্রমণের জন্য প্যাকেজের দাম জনপ্রতি ২৭,৮৭৫ টাকা। এই প্যাকেজে পর্যটকদের জন্য বিমান টিকিট, সকালের জলখাবার এবং রাতের খাবার দেওয়া হবে। থাকবে দর্শনীয় স্থান ভ্রমণ, এসি গাড়ি এবং ভ্রমণ বীমার ব্যবস্থাও করা হবে।

Advertisements