Railway work in Sikkim: রাতের ঘুম উড়ল চীনের! রেলপথে সিকিম সীমান্ত পর্যন্ত পৌঁছাতে সোমবার বড় পদক্ষেপ ভারতের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত ভারতের প্রতিটি রাজ্যেই রেল পরিষেবা থাকলেও কোন রেল পরিষেবা ছিল না সিকিমে (Sikkim)। তবে ভারতীয় রেল (Indian Railways) আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে দ্রুত রেল মানচিত্রে সিকিমকে (Railway work in Sikkim) জুড়ে দেওয়ার কাজ চালাচ্ছিল। অবশেষে সোমবার সেটাই হতে চলেছে। আর এরই পরিপ্রেক্ষিতে রাতের ঘুম উড়তে চলেছে ভারতের প্রতিবেশী দেশ চিনের।

Advertisements

সোমবার ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে সিকিমের প্রথম রেল স্টেশনের উদ্বোধন হবে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। এর ফলে একদিকে যেমন ভারতের প্রতিরক্ষা সেক্টর অনেক উন্নত হয়ে যাবে, ঠিক সেইরকমই আবার পর্যটকদেরও শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে বাস অথবা প্রাইভেট কার ভাড়া করে হাজার হাজার টাকা খরচ করতে হবে না গ্যাংটক পৌঁছানোর জন্য।

Advertisements

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের প্রথম রেলস্টেশন হিসাবে রংপো রেলস্টেশনের ভার্চুয়ালি শিলান্যাস করবেন। এটি যেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে সরাসরি সিকিমের নাথুলা অর্থাৎ চীন সীমান্ত পৌঁছে যাওয়ার জন্য প্রথম পেরেক পোঁতা হবে। কেননা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত সুড়ঙ্গ পথের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার রংপো থেকে গ্যাংটক পর্যন্ত সমীক্ষার কাজও শেষ হয়েছে। আর পরবর্তী পর্যায়ে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত একইভাবে সমীক্ষার কাজ চালিয়ে সুড়ঙ্গ পথে চলে যাবে ট্রেন।

Advertisements

আরও পড়ুন ? Japan Recession: বিশ্ব অর্থনীতিতে সব ওলটপালট! বদলে গেল তালিকা, চীনের ঘুম উড়িয়ে উপরে উঠছে ভারত

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২২ সালের বাজেটে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য আলাদাভাবে নজর দেওয়া শুরু করে। তারই অঙ্গ হিসাবে সিকিমের এই রেলপথের জন্য আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। পাহাড়ের পাথর কেটে কেটে রেললাইন বসিয়ে ট্রেন চলাচলের উপযুক্ত পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে রেলকে অনেক সময় বাধার মুখোমুখি হতে হলেও কাজ থেমে যায়নি। ৪৫ কিলোমিটার এই রেলপথে মোট পাঁচটি রেলস্টেশন থাকছে।

ভারত সরকারের তরফ থেকে চীনকে টেক্কা দেওয়ার জন্য এখনো পর্যন্ত যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে সিকিমে রেলের কাজ অন্যতম এবং গুরুত্বপূর্ণ। সেই কাজেরই প্রথম ধাপ ছিল সেবক থেকে রংপো পর্যন্ত রেল প্রকল্প। এই রেল প্রকল্পের কাজ এখন প্রায় শেষের দিকে। পরবর্তীতে এই রেলপথ নাথুলা পর্যন্ত সম্প্রসারিত হলে একদিকে যেমন উপকৃত হবেন সেনাবাহিনীর বীর জওয়ানরা, ঠিক সেই রকমই উপকৃত হবেন পর্যটকরাও।

Advertisements