নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাস শেষের পর শুরু হলো নভেম্বর। নতুন মাস শুরু হওয়া মানেই দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। অন্যান্য মাসের মতো নভেম্বর মাসেও এমন একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই সকল পরিবর্তন আসার পরিপ্রেক্ষিতে প্রতিমাসে দেখা যায় আমজনতার পকেটে চাপ পড়ে।
১) নভেম্বর মাসের প্রথম দিন থেকেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হয়েছে। তবে এক্ষেত্রে সুখবর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রাজ্যের ভিত্তিতে প্রায় ১১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে গৃহস্থালিদের ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত না হওয়ায় চাপ থেকেই যাচ্ছে।
২) সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি বয়কে ওটিপি দেওয়ার নিয়ম বেশ কয়েক মাস আগে চালু হলেও বহুক্ষেত্রেই দেখা যায় তা মানা হয় না। তবে নভেম্বর মাস থেকে এই নিয়ম নিয়ে কড়াকড়ি করা হচ্ছে এবং ওটিপি না দিলে সিলিন্ডার পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
৩) নন লাইফ ইন্সুরেন্সগুলির ক্ষেত্রে এক নভেম্বর থেকে কেওয়াইসি বিশদ প্রদান বাধ্যতামূলক হয়ে গেল। বিমা নিয়ন্ত্রক IRDAI এই নতুন নিয়ম জারি করেছে। এর সহজ অর্থ হলো বিমা দাবি করার সময় যদি কেওয়াইসি নথি না দেখানো হয় তাহলে সেই দাবি বাতিল করা হতে পারে।
৪) বিদ্যুৎ বিলের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে দিল্লিতে। দিল্লিতে এ যাবত বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড় দেওয়া হতো। কিন্তু এবার এই ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের ছাড় নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এখনো পর্যন্ত ৩১ তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন তারা এই সুবিধা পাবেন।
৫) জিএসটি রিটার্নের ক্ষেত্রে যাদের ৫ কোটি টাকার কম লেনদেনের উপর জিএসটি দিতে হয় তাদের বাধ্যতামূলকভাবে দিতে হবে এইচএসএন কোড। চার সংখ্যার এই কোড দেওয়ার নিয়ম নভেম্বর মাসের ১ তারিখ থেকে চালু হলো।
৬) নভেম্বর মাসের ১ তারিখ থেকে ভারতীয় রেলের নতুন টাইম টেবিল চালু হল। এতে ১৩ হাজার যাত্রীবাহী ট্রেন, ৭ হাজার পণ্যবাহী ট্রেন এবং প্রায় ৩০টি রাজধানী ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে। এর আগে এই নতুন টাইম টেবিল চালু হওয়ার কথা ছিল ১ অক্টোবর, যদিও তা সম্ভব হয়নি।