শনিবার থেকে ষষ্ঠ দুয়ারে সরকার, আবেদন করা যাবে নতুন এই ৪ প্রকল্পে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নাগরিকদের কোন সরকারি প্রকল্পে বারবার অফিসের দরজায় আসতে না হয়, তার জন্য নতুন প্রকল্প। সেই নতুন প্রকল্প হল দুয়ারে সরকার (Duare Sarkar 2023)। এই কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের এলাকায় আয়োজিত ক্যাম্পে সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন নাগরিকরা।

Advertisements

একুশের বিধানসভা নির্বাচনের তৃতীয়বারের জন্য জয়যুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল অর্থাৎ শনিবার শুরু হচ্ছে ষষ্ঠ দুয়ারে সরকার। ষষ্ঠ দুয়ারে সরকার চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে আবেদনকারীদের সেই সকল প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

Advertisements

এবার দুয়ারে সরকার ক্যাম্প করার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং 1800345187 নম্বরে যোগাযোগ করে দুয়ারে সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আরও তথ্য জানা যাবে। এই নম্বরে ফোন করে কোন অভিযোগ থাকলেও তা জানাতে পারবেন নাগরিকরা।

Advertisements

এবার দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন ৩৩ টি বিভাগে আবেদন পত্র জমা নেওয়া হবে। গত দুয়ারে সরকার ক্যাম্প পর্যন্ত ২৯ টি বিভাগে আবেদন করা যেত। নতুন যে চারটি বিভাগ যোগ হয়েছে তার মধ্যে একটি হল মেধাশ্রী। দ্বিতীয়টি হল বাংলা কৃষি সিঞ্চন যোজনা। তৃতীয়টি হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এবং চতুর্থটি হল বিধবা ভাতা।

এছাড়াও আগে যে সকল বিষয়ের জন্য আবেদন করা যেত যেমন কন্যাশ্রী (Kanyashree), সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) ইত্যাদি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। অন্যদিকে এবার বিভিন্ন বিষয়ের জানার জন্য এবং অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম চালু হওয়ার ফলে আরও বেশি সুবিধা বাড়ছে নাগরিকদের।

Advertisements