New Skoda Cars: ভারতীয় বাজার ধরতে উঠে পড়ে লাগলো স্কোডা, লঞ্চ করল দুই ফাটাফাটি গাড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Skoda Cars: চেক প্রজাতন্ত্রের সংস্থা হলো স্কোডা, ভারতীয় বাজারে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থাটি। গতকাল সংস্থাটির এক নয়া গাড়ি লঞ্চ হয়েছে যার নাম হল Skoda Slavia Monte Carlo। তবে গ্রাহকদের আকর্ষণের জন্য আরো দুটো নয়া ভ্যারিয়েন্ট বাজারে আনলো এই সংস্থাটি। অন্যান্য গাড়ির কোম্পানির সঙ্গে কড়া টক্কর দিতে বাজারে নেমেছে স্কোডা। এই দুটি গাড়ি,ই ডিজাইন এবং ফিচারের দিক থেকে বেশ আকর্ষণীয়। যে দুটি গাড়ি মার্কেটে লঞ্চ করা হয়েছে তাদের নাম হলো – Skoda Slavia Sportline এবং Kushaq Sportline ভ্যারিয়েন্ট। গাড়ি দুটির এই নয়া ট্রিমগুলি (New Skoda Cars) Monte Carlo ভ্যারিয়েন্টের নীচে স্থান পেয়েছে। তবে সংস্থা এখনো পর্যন্ত গাড়ি দুটোর মূল্য সম্পর্কে কোন কিছুই প্রকাশ্যে আনেনি।

Advertisements

গাড়ি দুটির (New Skoda Cars) ডিজাইন বেশ স্পোর্টি এবং আকর্ষণীয়। এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিচারস। Skoda Slavia ও Kushaq Sportline দু’ধরণের ইঞ্জিন অপশনে এসেছে। এর মধ্যে রয়েছে ১.০ লিটার টার্বো পেট্রোল ও ১.৫ লিটার টার্বো পেট্রোল। প্রথমটি ৬-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যাবে। দ্বিতীয় মডেলটিতে আপনারা পেয়ে যাবেন ৭-স্পিড ডুয়েল-ক্লাচ গিয়ারবক্স সহ আরো বেশ কিছু ফিচারস।

Advertisements

স্পোর্টলাইন ভ্যারিয়েন্টগুলিতে পাওয়া যাবে সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফ, মেটালিক ফুট প্যাডেল, কানেক্টিভিটি ডঙ্গল, রেইন-সেন্সিং ওয়াইপার এবং একটি অটো-ডিমিং ইন্টারনাল রিয়ার-ভিউ মিরর। পাশাপাশি গ্রাহকেরা Kushaq ও Slavia-র এই নয়া ভ্যারিয়েন্টে (New Skoda Cars) সেফটি ফিচার্স হিসেবে কি কি পাচ্ছে একনজরে দেখে নেওয়া যাক। ছয়টি এয়ারব্যাগ। বিশেষ করে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য দেওয়া রয়েছে ৫-স্টার সেফটি রেটিং।

Advertisements

এই গাড়িগুলিতে অনেক আধুনিক ফিচার দেওয়া হয়েছে যেমন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কানেক্টিভিটি ফিচার, এবং আরো অনেক কিছু। সুরক্ষার ব্যাপারে কখনোই আপস করে না এই কোম্পানি। তাই নতুন মডেলগুলিতেও অনেক সুরক্ষা ফিচার দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কালো রঙের গাড়ি পছন্দ, ব্ল্যাক পেইন্ট স্কিমে লঞ্চ হল হুন্ডাইয়ের নতুন মডেল

Skoda Slavia এবং Kushaq Sportline, উভয়ই (New Skoda Cars) মার্কেটে এসেছে ১.০-লিটার টার্বো পেট্রোল এবং ১.৫-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন সহ। প্রথমটি একটি ৬-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার সহ আপনি বেছে নিতে পারবেন। এর আউটপুট ১১৪ বিএইচপি এবং ১৭৮ এনএম টর্ক। আবার দ্বিতীয় গাড়ি থেকে উৎপন্ন হবে ১৪৭ বিএইচপি এবং ২৫০ এনএম টর্ক। এই গাড়িটি শুধুমাত্র কেনা যাবে ৭-স্পিড ডুয়েল-ক্লাচ গিয়ারবক্স সহ।

স্কোডার নয়া এই গাড়ি দুটো ভারতীয় গাড়ির বাজারের প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে তুলবে। গাড়ির মার্কেটের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের কাছে কড়া টক্কর হতে চলেছে। স্কোডার এই দুটি নতুন মডেল ভারতীয় গাড়ির বাজারে একটা নতুন মাত্রা যোগ করেছে। যারা একটি আধুনিক, স্টাইলিশ এবং নিরাপদ গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িগুলি একটি ভালো বিকল্প হতে পারে।

Advertisements