Smart City Newtown: স্মার্ট সিটি নিউ টাউন জাতীয় স্তরে কত নম্বরে, জানলে বুক গর্বে ফুলে উঠবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Smart City Newtown snatched the title of the best at the national level: স্যাটেলাইট শহর নিউটাউন (Smart City Newtown) স্মার্ট সিটি হিসেবে জাতীয়স্তরে দুটি শিরোপা জিতেছে। ইন্ডিয়া স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কনটেস্ট (ISAC)-2022-এর ফলাফল অনুসারে, নিউটাউন সেরা ‘ইকো সিটি’ এবং সেরা ‘ট্রান্সপোর্ট সিটি’ নির্বাচিত হয়েছে। ISAC-2022 প্রতিযোগিতায় দেশের ৮০টি স্মার্ট সিটি থেকে মোট ৯০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়েছিল। বাছাই পর্বের পর, ২০টি শহরকে ফাইনালে উঠতে দেওয়া হয়। ফাইনালে, নিউটাউনের পাশাপাশি সুরাট এবং আগ্রাও সেরা ‘ইকো সিটি’র জন্য মনোনীত ছিল। অন্যদিকে, নিউটাউনের পাশাপাশি আগ্রা এবং চেন্নাই সেরা ‘ট্রান্সপোর্ট সিটি’র জন্য মনোনীত ছিল।

Advertisements

নিউটাউনের (Smart City Newtown) সাফল্যের পেছনে রয়েছে এর সুন্দর পরিবেশ ও যোগাযোগের সুব্যবস্থা। শহরটিতে রয়েছে বিস্তৃত সবুজ এলাকা, নানা উদ্যান ও পার্ক। এছাড়াও, শহরটিতে রয়েছে একটি উন্নত পরিবহন ব্যবস্থা। এখানে রয়েছে মেট্রো, বাস, ট্যাক্সি, ভ্যান ইত্যাদি পরিবহন ব্যবস্থা। নিউটাউনের মেয়র দীপক অধিকারী এই সাফল্যের জন্য শহরের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, নিউটাউনের এই সাফল্য সকলের। সকলে মিলে এই শহরকে আরও সুন্দর ও স্মার্ট করে গড়ে তুলব।

Advertisements

নিউটাউনের (Smart City Newtown) সাফল্য ভারতের অন্যান্য স্মার্ট সিটিগুলির জন্য অনুপ্রেরণার উৎস। এটি প্রমাণ করে যে, ভারতের শহরগুলিও আধুনিক ও স্মার্ট হয়ে উঠতে পারে। নিউটাউনের সাফল্যের বেশ কয়েকটি কারণ রয়েছে। নিউটাউন শহরটির প্রায় ৪০% এলাকা সবুজ উদ্যান, পার্ক ও অন্যান্য সবুজ এলাকা দ্বারা আবৃত। এছাড়াও, শহরটিতে রয়েছে বিস্তৃত জলাশয় ও নদী। নিউটাউন একটি উন্নত পরিবহন ব্যবস্থার অধিকারী। এখানে রয়েছে মেট্রো, বাস, ট্যাক্সি, ভ্যান ইত্যাদি পরিবহন ব্যবস্থা। এছাড়াও, শহরটিতে রয়েছে একটি উন্নত সাইকেল ট্রেইল সিস্টেম। এখানে রয়েছে একটি উন্নত ইন্টারনেট পরিষেবা, ইলেকট্রনিক ট্রানজিট ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামো।

Advertisements

নিউটাউন উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ (Smart City Newtown) সূত্রে জানা গেছে যে, দু’টি পুরস্কারের মধ্যে একটি হল- শহরে নির্ধারিত একটি অংশে নিমগাছের বন তৈরি প্রকল্প। যা নিউটাউন কর্তৃপক্ষ ‘নিম বনানী’ পার্ক হিসাবে তুলে ধরেছে। পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তোলার জন্যও জাতীয়স্তরের প্রতিযোগিতায় একটি শিরোপা পেয়েছে। দ্বিতীয়টি হল, সাইকেলের ব্যবহার। এতে শহরে মোটরচালিত গাড়ি ব্যবহারের উপর নির্ভর কমেছে অনেকটাই।

সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে স্মার্ট সিটি পুরস্কার নেওয়ার কথা রয়েছে। নিউটাউন শহরবাসীর কাছে এক গর্বের বিষয়। এনেকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার গুরুত্বই আলাদা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে শহরকে আরও ভাল করতে সাজাতে হবে ভবিষ্যতের জন্য।

Advertisements