Advertisements

Smart Electric Meter: ডিজিটাল মিটারের দিন শেষ! এবার আসছে স্মার্ট মিটার, মিলবে এই সকল সুবিধা

Prosun Kanti Das

Published on:

The days of digital meters are over! Smart meter is coming now: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন সংস্থা (WBSEDCL) রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকের জন্য স্মার্ট মিটার (Smart Electric Meter) বসানোর পরিকল্পনা করেছে। এই মিটারগুলি ডিজিটাল মিটারগুলির চেয়ে অনেক বেশি উন্নত এবং গ্রাহকদের বেশ কিছু সুবিধা প্রদান করে।পুজোর পরেই বদলে যাচ্ছে বিদ্যুতের মিটার। ডিজিটাল মিটারের পরিবর্তে গ্রাহকদের বাড়িতে বসতে চলেছে স্মার্ট মিটার। ইতিমধ্যেই জরিপের কাজ সমাপ্ত হয়েছে। একই সঙ্গে বদলে যাবে বিদ্যুতের ট্যারিফও।

Advertisements

স্মার্ট মিটার বসালে কি কি সুবিধা পাবে গ্রাহকরা? স্মার্ট মিটারগুলি বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিমাণ ট্র্যাক করতে পারে। এর ফলে গ্রাহকদের আরও নির্ভুল বিল পাওয়া যায়। স্মার্ট মিটারগুলি (Smart Electric Meter) প্রিপেইড ব্যবস্থায় কাজ করে। এর ফলে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের আগেই রিচার্জ করতে হয়। এটি গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধে অসুবিধা এড়াতে সাহায্য করে। স্মার্ট মিটারগুলি বিদ্যুৎ চুরি নিয়ন্ত্রণে সহায়তা করে। এর ফলে গ্রাহকদের বিদ্যুতের অপচয় কম হয় এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আয় বৃদ্ধি পায়। স্মার্ট মিটারগুলি বিদ্যুৎ ব্যবহারের সময় এবং পরিমাণ ট্র্যাক করতে পারে। এর ফলে গ্রাহকরা তাদের বিদ্যুৎ ব্যবহারের উপর নজর রাখতে পারে এবং বিদ্যুৎ বিল কমাতে পারে।

Advertisements

কি কি অসুবিধা হয় এই মিটারে? অগ্রিম রিচার্জের ক্ষেত্রে সমস্যা রয়েছে। যেমন, প্রিপেইড স্মার্ট মিটারে (Smart Electric Meter) বিদ্যুৎ ব্যবহারের আগেই রিচার্জ করতে হয়। এর ফলে অনেক গ্রাহককে অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা রিচার্জ করতে হয়। স্মার্ট মিটারগুলিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। এর ফলে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। স্মার্ট মিটারগুলির প্রাথমিক ব্যয় বেশি। এর ফলে রাজ্য সরকারের উপর অতিরিক্ত অর্থব্যয় হয়।

Advertisements

WBSEDCL বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার (Smart Electric Meter) বসানোর কাজ করছে। এই মিটারগুলি ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় বসানো হয়েছে। আগামী বছরের মধ্যে রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকের জন্য স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে WBSEDCL-এর। কিছু গ্রাহক স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলছেন, প্রিপেইড স্মার্ট মিটারে বিদ্যুৎ ব্যবহারের আগেই রিচার্জ করতে হয়। এর ফলে অনেক গ্রাহককে অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা রিচার্জ করতে হয়। এছাড়াও, প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে।

WBSEDCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রিপেইড স্মার্ট মিটারগুলিতে বিদ্যুৎ ব্যবহারের আগেই রিচার্জ করতে হয় বলে গ্রাহকদের অস্বস্তি হলে, তাদের বিদ্যুৎ সংযোগের সাথে একটি রিডিম কার্ড সংযুক্ত করা হবে। এই কার্ড দিয়ে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং পরে নির্দিষ্ট সময় পরপর রিচার্জ করতে পারবেন। স্মার্ট মিটারগুলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক এবং দক্ষ করে তুলবে। এগুলি গ্রাহকদের জন্যও বেশ কিছু সুবিধা প্রদান করবে। তবে, প্রিপেইড স্মার্ট মিটারগুলির ক্ষেত্রে গ্রাহকদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

Advertisements