মাটির নিচ থেকে বের হওয়া ধোঁয়া ঘিরে ধোঁয়াশা

Shyamali Das

Updated on:

Advertisements

লাল্টু : ধোঁয়া ঘিরে ধোঁয়াশা শুরু হয়েছে বীরভূমের লোবা গ্রামে। লোবা গ্রামের চায়না দাস নামে এক মহিলার বাড়ির রাস্তার ধারে থাকা পাঁচিলের পাশের আগাছা থেকে অনবরত বের হচ্ছে ধোঁয়া। যা নিয়ে এলাকায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত তিনদিন ধরে ওই জায়গা থেকে বের হচ্ছে এক ধরনের গ্যাস বা ধোঁয়া। আজ সকালে সেই গ্যাস বা ধোঁয়া বের হওয়ার মাত্রা বাড়ে। যার পর এই এলাকার বাসিন্দাদের মধ্যে শুরু হয় ধোঁয়াশা। হঠাৎ করে কেন এমন ভাবে ধোঁয়া নির্গত হচ্ছে তা নিয়ে দ্বন্দ্বে গ্রামবাসীরা।

Advertisements

লোবা এলাকায় এইভাবে হঠাৎ করে মাটির নিচ থেকে ধোঁয়া নির্গত হওয়ার পিছনে এলাকার বাসিন্দারা দুটি কারণ দেখতে পাচ্ছেন। প্রথমত এই এলাকা মাটির নিচে রয়েছে উন্নতমানের কয়লা। আর দ্বিতীয়ত লোবা গ্রামের কাছাকাছি রয়েছে বক্রেশ্বর। যেখানে হিলিয়াম গ্যাসের প্রাচুর্য রয়েছে।

Advertisements

যদিও কি কারনে এই ধোঁয়া নির্গত হচ্ছে তা জানতে এলাকার বাসিন্দারা দুবরাজপুর থানা এবং ব্লক আধিকারিককে খবর দিয়েছেন। আজ সরকারের একটি প্রতিনিধিদল এলাকায় আসবেন বলেও জানা গিয়েছে।

Advertisements