Sealdah Division Solar Power Project: বিদ্যুৎ নিয়ে নয়া ব্যবস্থা শিয়ালদা ডিভিশনে! ব্যাপক খরচ বাঁচবে রেলের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন যেমন রেল পরিষেবার ওপর ভর করে দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, ঠিক সেই রকমই রাজ্যের শিয়ালদা রেল স্টেশন ও ডিভিশনের (Sealdah Division) উপর ভর করে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। যেখানে যত যাত্রীদের চাপ থাকে সেখানে তত বেশি খরচ হয়ে থাকে রেলের। এবার শিয়ালদা ডিসিশনের বিভিন্ন স্টেশনে খরচ কমানোর জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রেল (Indian Railways)।

মূলত বিদ্যুতের খরচ কমানোর জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যেমন রেলের খরচ কমবে, ঠিক সেই রকমই পরিবেশ দূষণ অনেক কমে যাবে। বুঝতেই পারা যাচ্ছে রেলের তরফ থেকে তাপবিদ্যুৎ অথবা জলবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌর বিদ্যুতের (Solar Power Project) ওপর ভরসা বাড়ানো হচ্ছে। শিয়ালদহ স্টেশন ছাড়াও এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে ডিভিশনের ৩০টি রেল স্টেশনে।

বিদ্যুতের খরচ কমানোর জন্য রেল স্টেশনের ছাউনিতে এবার সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর দিকে জোর দেওয়া শুরু হলো। শিয়ালদহ রেল স্টেশন ছাড়াও যে ৩০ টি রেল স্টেশনে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো দমদম, ক্যানিং, কল্যাণী, বারাসাত ইত্যাদি। এইসব রেজিস্ট্রেশন থেকে ২.৯ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে।

আরও পড়ুন 👉 আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

নতুন এই পরিকল্পনার মধ্য দিয়ে আপাতত রেলস্টেশনগুলির যে বিদ্যুৎ চাহিদা রয়েছে সেই বিদ্যুৎ চাহিদা মেটানোর পরিকল্পনা রয়েছে। নতুন এই পরিকল্পনা আগামীদিনে সমস্ত রেল স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে শিয়ালদহ রেল স্টেশনে প্রতিদিন ৭০৫ কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এর পাশাপাশি নৈহাটি এবং কলকাতা রেলস্টেশন থেকে মাসে ৫০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।

তবে সৌর বিদ্যুতের মাধ্যমে রেলের আরও বড় পরিকল্পনা রয়েছে যা আগামী দিনে দেখা যেতে পারে। রেলের ওই বড় পরিকল্পনার মাধ্যমে কেবলমাত্র স্টেশনগুলির বিদ্যুৎ চাহিদা মেটানো হবে তা নয়, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে আগামী দিনে গ্রিডগুলিতেও বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর ফলে একদিকে যেমন রেলের খরচ কমবে ঠিক সেই রকমই উৎপাদিত বিদ্যুৎ থেকে রেলের বাড়তি রোজগারও হবে। পাশাপাশি এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হলে পরিবেশ দূষণের মাত্রা অনেক কমে যাবে।