দিনভর AC চললেও খরচ হবে না একফোঁটা বিদ্যুৎ, এই স্কিমে ভর্তুকি সরকারের

নিজস্ব প্রতিবেদন : দিন দিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে বাড়িতে AC ছাড়া টেকা দায়। অনেকের শখ এবং আরামদায়ক জীবনযাপনের জন্য AC কেনার ইচ্ছাও রয়েছে। কিন্তু তারা মাসে মাসে বিদ্যুৎ খরচের দিকে তাকিয়ে এই পদক্ষেপ নেন না। এবার তাদের জন্য এসে গেল একটি সুখবর। দিনভর এসি চালালেও খরচ হবে না এক ফোঁটা বিদ্যুৎ।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও পুরনো শক্তিকে কাজে লাগিয়ে বিকল্প শক্তিতে জোর দিচ্ছে। বিকল্প এই শক্তিতে জোর দেওয়ার ফলে বহু দিক দিয়েই সরকার এবং সাধারণ মানুষ প্রত্যেকের লাভ রয়েছে। বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তির ব্যবহারের ফলে কমবে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির খরচ। এই সকল জ্বালানির চাহিদা কমলে বিদেশ থেকে তা আমদানি করার জন্য নির্ভর থাকতে হবে না।

এসবের পরিপ্রেক্ষিতেই এবার সরকারের তরফ থেকে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য জোর দেওয়া হচ্ছে এবং উৎসাহ প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০৩০ সালের মধ্যে কেন্দ্র অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ তৈরীর মাত্রা ৪০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। পাশাপাশি এই সোলার প্যানেল লাগানোর জন্য কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে সাবসিডি।

অন্যদিকে বাজারে এই সৌর শক্তির ব্যবহারের চাহিদার উপর নজর রেখে এসি প্রস্তুতকারী কিছু সংস্থা সোলার এসি এনেছে। সেই সকল সোলার এসির দাম বাজারের অন্যান্য এসির তুলনায় অনেক বেশি হলেও বিদ্যুতের খরচের দিক দিয়ে রয়েছে নিশ্চিন্তা। কারণ সৌরশক্তির মাধ্যমে এই এসি চলার কারণে মাসে মাসে বিদ্যুতের খরচ গুনতে হবে না। সেই বিদ্যুতের খরচে পয়সা উসুল হয়ে যাবে ব্যবহারকারীদের।

অন্যদিকে সরকারের তরফ থেকে Solar Rooftop Subsidy Scheme এর আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল লাগালে ৪০% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। এর জন্য আবেদন করা যাবে https://solarrooftop.gov.in/ ওয়েবসাইট থেকে। 2-4kw এর একটি সৌর প্যানেল থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে তা থেকে একটি এসি, ২ থেকে ৪টি ফ্যান, একটি ফ্রিজ, ৬ থেকে ৮টি LED লাইট, ১টি জলের মোটর এবং টিভি সহজেই চালানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।