গরিবের রেশনে বদল! নতুন সিদ্ধান্তের কথা রাজ্যকে জানালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে দেশের নাগরিকদের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়া হয়ে থাকে। এই ব্যবস্থার মাধ্যমে রেশন কার্ডধারীরা প্রতিমাসে সরকারের তরফ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী পান। আগে যা নিয়ম ছিল সেই নিয়মে পরিবর্তন এসেছে করোনাকালে। করোনাকাল থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের তরফ থেকেই বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

যেহেতু রেশন ব্যবস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষদের ন্যূনতম চাহিদার বিষয়, তাই এই রেশন ব্যবস্থা নিয়ে যাতে কোনো রকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্রের তরফ থেকে প্রায়শই নানান পরিবর্তন আনা হয়। কখনো রেশনে বায়োমেট্রিক ব্যবস্থা, কখনো আবার অন্য কোন ব্যবস্থা আনা হয়ে যাতে কোন কারচুপি না হয়। তবে এবার রেশন ব্যবস্থায় নতুন এক সমস্যা তৈরি হয়েছে। আর সেই সমস্যার পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে কিছু বদল আসতে পারে।

রেশন ব্যবস্থায় এমন বদল আসতে পারে মূলত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে স্লিপ দেওয়া হয় তাতে। বর্তমানে রেশন গ্রাহকরা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন মূলত PMGKY প্রকল্পের আওতায়। এক্ষেত্রে কেন্দ্র সরকার এই প্রকল্পের কথা স্লিপে উল্লেখ করতে চাইছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে তা চালু হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম ও লোগো উল্লেখ করতে চাইছে। এই মর্মে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে বলেও খবর। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এর পাল্টা হিসাবে এই ধরনের স্লিপে খাদ্য সাথী এবং রাজ্য সরকারের লোগো ব্যবহার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি।

রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হলেও রাজ্য সরকারকে রেশন ডিলারদের কমিশন থেকে শুরু করে পরিবহন ব্যবস্থার খরচ বহন করতে হয়। এক্ষেত্রে রেশন ব্যবস্থায় রাজ্যের যে খরচ তা উল্লেখ করতে হবে স্লিপে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে রেশনের স্লিপের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর প্রভাব হয়তো গ্রাহকদের উপর কিছু পড়বে না।