Tips for Sikkim tour: প্রথমবার সিকিম যাচ্ছেন! কী কী ঘুরে দেখবেন? না ঠকতে দেখে নিন ছোট্ট ট্যুর প্ল্যান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Keep these things in mind while visiting Sikkim in Puja: যেকোনো জায়গায় ঘুরতে যেতে হলে আগে আপনার ঠিক করতে হবে আপনি কোথায় ঘুরতে যাবেন এবং কতদিনের জন্য যাবেন। তবে সিকিমের ক্ষেত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম -এই চারটি দিকেই ঘোরার খুব সুন্দর জায়গা রয়েছে। পাঁচ দিনের মধ্যে চারটে দিক দেখে ওঠা কোন ভাবেই সম্ভব নয়। তাই আপনার আগে ঠিক করতে হবে আপনি কোন দিকে ঘুরতে যাবেন। আপনি যদি প্রথমবারের মতো সিকিম ভ্রমণকারী হয়ে থাকেন তাহলে এই নিবন্ধনটি আপনার জন্য। এখানে আপনি পাঁচ দিনে সিকিমের কোন দিকে বেড়াতে যাবেন, কোন রিসর্টে থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন সব রকমের যাবতীয় তথ্য (Tips for Sikkim tour) দেওয়া হল।

Advertisements
১ম টিপস (Tips for Sikkim tour)

প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি সিকিমের কোন দিকটায় ঘুরতে যাবেন (Sikkim Tour Plan 2023)। কারণ সিকিমের চারিদিকটা এত সুন্দর যে আপনি কোন সময়ে সব পরিদর্শন করে উঠতে পারবেন না। তাই আপনাকে ঘুরতে যাওয়ার জন্য যেকোনো একটি দিক বেছে নিতে হবে।

Advertisements
২য় টিপস

প্রথমবারের মতো সিকিম গেলে গ্যাংটক দিয়ে যাত্রা শুরু করুন। ট্রেন হোক বা প্লেন যেকোনো একটি করে গ্যাংটক পৌঁছে যান। এখানেই আপনার দুপুর পেরিয়ে যাবে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সিকিমের রাজধানী ম্যাল ঘুরতে। মোমো আইসক্রিম খেতে খেতে খাটতে হাঁটি হাঁটি পায়ে উপভোগ করুন সিকিমে ঘুরতে যাওয়ার প্রথম রাত।

Advertisements
৩য় টিপস

দ্বিতীয় দিন সকালে গ্যাংটক ঘুরতে বেরিয়ে পড়ুন। রোপওয়ে করে সারা গ্যাংটক পরিদর্শন করুন। এছাড়া গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন বান ঝাকরি ফলস্ দেখতে। তারপর কাছাকাছি রয়েছে ঝাঙ্গু লেক বাবা মন্দির ও নাথুলা পাস যা গাড়ি ভাড়া করে একদিনেই ঘুরে আসা সম্ভব।

৪র্থ টিপস

আপনার তৃতীয় দিনের পরিকল্পনা হওয়া উচিত উত্তর সিকিম ঘুরে দেখার। এছাড়া আপনার গ্যাংটক থেকে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে লাংচুর উদ্দেশ্যে যদি আপনি সিকিমের দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি লাংচু, লাচেন ও গুরুদংমার লেক ইত্যাদি জায়গাগুলি ঘুরে দেখতে চান।

৫ম টিপস

লাংচু ঘুরতে ঘুরতে পৌঁছে যান লাচেন। মনোরম পরিবেশের সাথে উপভোগ করুন এই দুটি পাহাড়ি গ্রাম। এখানে মূলত লেপচা ও তিব্বতিরা বসবাস করে। এই পাহাড়ি গ্রাম থেকেই সব থেকে মূল আকর্ষণের বিষয় ৩০০০ মিটার উচ্চতায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পাহাড় আপনি দেখতে পাবেন। লাচেন থেকে পরদিন সকালে তিন চার ঘণ্টার রাস্তা পাড়ি দিয়ে গুরুদংমার লেক পৌঁছে যান। গুরুদংমার লেক ঘুরে আবার লাচেনে ফিরে আসুন (Sikkim Tour Plan 2023) ।

৬ষ্ঠ টিপস

লাচেন থেকে চাইলে আপনি পুনরায় গ্যাংটক ফিরে আসতে পারেন। সেখান থেকে গাড়ি নিয়ে সিকিমের দক্ষিণ-পশ্চিম দিক ঘুরে দেখতে পারেন। এরপর শেষের দিন অর্থাৎ পঞ্চম দিন যেতে পারেন সিকিমের দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাবাংলায়। এখানে রয়েছে একটি বৌদ্ধ মঠ। রাবাংলায় এক রাত কাটিয়ে চলুন পশ্চিম সিকিমের পেলিংয়ে। পেলিং ঘুরে রাওনা দিন বাড়ির উদ্দেশ্যে। এভাবে চাইলে আপনি অল্প কয়েক দিনের জন্য মোটামুটি সিকিম ঘুরে নিতে পারবেন।

Advertisements