পুজোয় শান্তিনিকেতনের সোনাঝুড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা! প্রশাসনের ঘোষণা না জানলে বিপত্তি

নিজস্ব প্রতিবেদন : বীরভূমে যে সকল পর্যটনকেন্দ্র রয়েছে তার মধ্যে শান্তিনিকেতন সবার থেকে আলাদা। শান্তিনিকেতনে বছরভর রাজ্য এবং দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু পর্যটকদের আগমন হয়ে থাকে। আবার শান্তিনিকেতনে যারা ঘুরতে আসেন তাদের অধিকাংশকেই একবার না একবার ঢুঁ মেরে ঘুরে আসতে দেখা যায় পাশেই থাকা সোনাঝুড়ি (Shantiniketan Sonajhuri Haat) হাট থেকে।

বছরের বিভিন্ন সময়ের পাশাপাশি দুর্গা পুজোর সময়ও দূর দূরান্তের বহু মানুষকেই এই সোনাঝুড়িতে বেড়াতে আসতে দেখা যায়। প্রতিবছরই দুর্গা পুজোর সময় কোন না কোন পরিকল্পনা নিয়ে সোনাঝুরিতে ঘুরতে আসেন বহু পর্যটক, তারা ঘুরতে এসে সোনাঝুরির হাট থেকে নানান ধরনের জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি নিয়ে যান। এবার পুজোতেও যদি এই ধরনের কোন পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনাকে জানতেই হবে স্থানীয় প্রশাসনের ঘোষণা।

দুর্গাপুজোর সময় সোনাঝুড়িতে ঘুরতে আসার ক্ষেত্রে কোন বিধি-নিষেধ জারি করা হয়নি প্রশাসনের তরফ থেকে। তবে আগত পর্যটকরা যাতে যানজট সহ অন্যান্য সমস্যায় না পড়েন তার জন্য প্রশাসনের তরফ থেকে এবার নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কারণে যদি কেউ দুর্গা পুজোর সময় সোনাঝুরি ঘুরতে এসে কেনাকাটা করার মতো পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তাদের সেই পরিকল্পনা বানচাল হবে।

কেননা বোলপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় ৫ দিন বন্ধ থাকবে সোনাঝুরির হাট। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার বিষয়ে ঘোষণা করা হয়েছে। মূলত আগত পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।

এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় বহু পর্যটক ভিড় করেন সোনাঝুরিতে। এমন পরিস্থিতিতে যানজট যাতে এড়ানো যায় তার জন্য স্থানীয় পুজো কমিটি থেকে শুরু করে এলাকার মানুষজন অনুরোধ জানিয়েছিলেন পূজো কয়েকটা দিন হাট বন্ধ রাখার জন্য। এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সমস্ত দিক বিচার বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।