ইউপিএসসি (UPSC) ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি। যা পাশ করলে আইএএস (IAS), আইপিএস (IPS) -এর মতো গুরুত্বপূর্ণ সরকারি আমলা হওয়া যায়। বহু বছর লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষা দেন। সিট থাকে ১ হাজারেরও কম। তবে সেই নামমাত্র সিটেই স্বপ্নপূরণ করেছেন এলাহাবাদের সৌম্যা পান্ডে (Saumya Pande)। মাত্র ২৩ বছর বয়সেই ইউপিএসসি পাশ করে আইএএস অফিসার হয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই আইএএস হওয়ার স্বপ্ন দেখতেন এলাহাবাদের (Allahabad) এই মেয়ে। বর্তমানে আইএএস সৌম্যা কানপুর দেহাত-এ চিফ ডেভেলপমেন্ট অফিসার, সিডিও পদে রয়েছেন। ডা.সাধনা পাণ্ডে এবং রবি পাণ্ডের মেয়ে বরাবরই ছিলেন মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীও।
সৌম্যা মাধ্যমিকে ৯৮% নম্বর পেয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিকের ৯৭.৮% নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন। তারপর তিনি ২০১৭ সালের প্রয়াগরাজের মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেন তিনি।
ইঞ্জিনিয়ারিং শেষ করার পরই সৌম্যা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন ২০১৬ সালে তিনি ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২৩ বছর বয়সে প্রথম প্রচেষ্টায় এটি পাস করেন। তিনি আইএএস নিতিন গৌড় কে বিয়ে করেছিলেন। জানা যায় দুজনে ২০১৮ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
বর্তমানে দেশের একজন অন্যতম সিভিল সার্ভিস অফিসার হলেন সৌম্যা পাণ্ডে। ২০-র কোঠাতে পা রাখার মাত্র তিন বছরের মধ্যেই জীবনে এত বড় সাফল্য পান সৌম্যা। কিন্তু সাফল্য তাঁকে মানুষ হিসাবে বদলে দেয়নি। সম্প্রতি ইন্টারনেটে সৌম্যার সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে মাটিতে বসে এক বয়স্ক শারীরিকভাবে অক্ষম ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। আর তাঁর সেই সহানুভূতিশীল অঙ্গভঙ্গির প্রশংসা পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।