Sourav Ganguly’s prediction: টিম ইন্ডিয়া না অস্ট্রেলিয়া! কারা করবে বাজিমাত! জানিয়ে দিলেন মহারাজ

Sourav Ganguly predicted the results of the World Cup: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলী, আজও ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হন। গাঙ্গুলী তার মার্জিত ক্রিকেটিং শৈলী এবং ১৫ বছরের ক্যারিয়ারে ভারতে ক্রিকেটে বিশাল অবদানের জন্য সর্বোত্তমভাবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি এবং উইজডেন ইন্ডিয়ার সম্পাদকীয় বোর্ডের সভাপতিও ছিলেন। ক্রিকেটজীবনে গাঙ্গুলি নিজেকে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, বিশেষ করে ওয়ান-ডে ম্যাচগুলির দ্বারা। খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যৎবাণী (Sourav Ganguly’s prediction) শোনার জন্য অপেক্ষায় থাকে ক্রিকেট প্রেমীরা।

সৌরভ গাঙ্গুলীর সঠিক ভবিষ্যৎবাণীর (Sourav Ganguly’s prediction) পেছনে তার দীর্ঘদিনের ক্রিকেটজীবনের অভিজ্ঞতা একপ্রকার দায়ী। ইংল্যান্ড সফরে ভারতের হয়ে খেলার সময়ই গাঙ্গুলির জীবনে বড় ব্রেক এসেছিল। তিনি ১৩১ রান করেন এবং ভারতীয় দলে নিজের জায়গা পাকাপাকিভাবে নিশ্চিত করেন। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে, তিনি রাহুল দ্রাবিড়ের সাথে ৩১৮ রানের পার্টনারশিপে সামিল ছিলেন, যা বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ সামগ্রিক পার্টনারশিপ স্কোর রেকর্ডে রয়ে গেছে।

২০০০ সালে, শচীন টেন্ডুলকারের পদত্যাগের পর গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়। তিনি ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। ২০০৩ এর পর ২০২৩ এ আবারও এক মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। তিনি তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে ক্রিকেটে তার বিশেষ দক্ষতা ভবিষ্যৎবাণী (Sourav Ganguly’s prediction) করেছিলেন যে, এই বছর ফাইনালে ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে উঠবে। তার এই কথা একদম খেটে যায়। তবে কি আগামীকালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার ভবিষ্যৎবাণীও সত্যি হতে চলেছে?

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’-এর প্রশংসা করেছিলেন। কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালের পরে মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি আবেগী হয়ে পড়েন। আর তিনি বুক চিতিয়ে টিম ইন্ডিয়ার প্রশংসা করেন।

এছাড়াও বুধবার (১৬ই নভেম্বর, ২০২৩) কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023)-এর প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি তার রেকর্ড ৫০তম ওডিআই সেঞ্চুরি করার পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যেন বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ।

গাঙ্গুলি, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন প্রধান (বিসিসিআই) বলেছেন যে, তিনি এমন কাউকে চেনেন না যিনি সম্ভবত কোহলির ৫০ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন। তিনি আরও নিশ্চিত করেছেন যে, তার বয়স মাত্র ৩৫ হলেও তিনি ভারতের হয়ে আরও জবরদস্ত পারফরম্যান্স দেবেন। সবচেয়ে বড় কথা তিনি ফাইনাল নিয়ে প্রচণ্ড উৎসাহী। তার মতে ভারতীয় ক্রিকেট টিম যেভাবে এগোচ্ছে, তাতে অন্য কোন দল ভারতীয় ক্রিকেট টিমকে সহসা হারিয়ে পারবে না। তাই আগামীকালের ফাইনালেও ভারতকে তিনি প্রচন্ড আশাবাদী।