নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলার আকাশ মেঘে ঢাকা পড়েছিল। এরপর কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দেখা মেলে। তবে সেই পরিস্থিতি কাটতেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়ে যায়। বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত কমে।
নতুন করে সর্বনিম্ন তাপমাত্রা কমার কারণে শীতের আমেজ এখনো বজায় রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই। তবে এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, আবহাওয়ায় নতুন করে বদল আস্তে চলেছে খুব তাড়াতাড়ি। দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) এমন পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী ১০ মার্চ থেকে বলেই মনে করা হচ্ছে।
আগামী ১০ মার্চ অর্থাৎ রবিবার থেকে নতুন করে আবহাওয়া বদল আসার কারণ হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, উড়িষ্যা এবং অসমের ওপর তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রবিবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উপকূলবর্তী এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানানো হচ্ছে। যে সকল জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে বৃষ্টি হলেও তা একেবারেই হালকা হবে বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও দেখা যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়। এইসকল জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে বলেই মনে করা হচ্ছে। আর এসবের কারণেই রবিবার থেকে ফের একবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।