কোন রুটে কতগুলি লোকাল ট্রেন চলবে, সূচী ঘোষণা করলো রেল

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : লকডাউন আর দীর্ঘ টালবাহানার পর অবশেষে সাড়ে সাত মাসের বেশি সময় পর পুনরায় রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন। আগামী বুধবার থেকেই শিয়ালদাহ এবং হাওড়া ডিভিশনের বিভিন্ন রুটে লোকাল ট্রেন চলাচল করতে শুরু করবে। আর এই পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার আগে রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে কোন রুটে কতগুলি ট্রেন চলবে এবং তাদের সময়সূচি ঘোষণা করা হলো। আপাতত ৪০% ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী বুধবার থেকে ৮১ টি লোকাল ট্রেন চলবে। আর এই সংখ্যক ট্রেনের মধ্যে ৪০ টি ট্রেন আপ। যেগুলি ছাড়বে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা থেকে। এদের মধ্যে হাওড়া থেকে ছাড়বে ৩৩ টি ট্রেন। বাকিগুলি অন্যান্য স্টেশন থেকে।

ডাউন ট্রেনের সংখ্যা থাকছে ৪১ টি। যে গুলির মধ্যে হাওড়া স্টেশনে গন্তব্য থাকছে ৩৫ টি ট্রেনের। বাকি ৬ টি ট্রেনের গন্তব্য সাঁতরাগাছি, শালিমার, পাঁশকুড়া, মেচেদা।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাওড়া থেকে মেদিনীপুরের মধ্যে রয়েছে ১৩ টি ট্রেন, হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে রয়েছে ৮ টি ট্রেন। বাকিগুলি বিভিন্ন চাহিদা মতো রুটে দেওয়া হয়েছে।

লোকাল ট্রেনের রুট এবং সময়সূচী

অন্যদিকে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ট্রেনে চাপা ক্ষেত্রে যাত্রীদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে কাটা যাবে দৈনন্দিন অথবা মান্থলি টিকিট। আবার যে সকল যাত্রীদের আগে মান্থলি টিকিট কাটা ছিল তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেজন্য সেই মান্থলি টিকিটের মেয়াদ বাড়ানো হয়েছে রেলের তরফ থেকে।