নিজস্ব প্রতিবেদন : ভ্রমণপিপাসু মানুষেরা একটুখানি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণের জন্য। তবে অনেক ক্ষেত্রে খরচের দিকে তাকিয়ে নিজেদের ভ্রমণপিপাসুতা মেটাতে সক্ষম হন না অনেকে। এবার এই ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে আইআরসিটিসি সস্তায় নেপাল ভ্রমণের একটি প্যাকেজ নিয়ে এলো।
IRCTC-র তরফ থেকে নেপাল ভ্রমণের এই যে প্যাকেজ নিয়ে এসেছে তাতে যাতায়াত থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু রয়েছে। আগে থেকেই সমস্ত বন্দোবস্ত করা থাকবে। ফলে যারা ভ্রমণের জন্য নেপাল যেতে চাইছেন তাদের থাকা-খাওয়া অথবা অন্য কোন বন্দোবস্ত নিয়ে কোনরকম চিন্তাভাবনা করতে হবে না। সংস্থার তরফ থেকে এই ভ্রমণ প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘ন্যাচারালি নেপাল’।
এই প্যাকেজের মধ্য দিয়ে নেপাল যাত্রা শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। বারাণসী থেকে একটি বিমান পর্যটকদের নেপালের কাঠমান্ডু নিয়ে যাবে। এই ট্যুর হবে মোট পাঁচ দিন এবং চার রাতের। এই প্যাকেজের জন্য জনপ্রতি খরচ রাখা হয়েছে ৩৮ হাজার ১০০ টাকা। তবে যদি একসঙ্গে অর্থাৎ পরিবারভিত্তিক ভ্রমণ করা হয় তাহলে খরচ কমে যাবে। সেক্ষেত্রে দুজনের জন্য খরচ পড়বে ৩০,২০০ টাকা এবং তিনজনের জন্য খরচ পড়বে ২৯,০০০ টাকা।
এই প্যাকেজের মধ্যে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার সুযোগ তো অবশ্যই রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, পাটন দরবার এলাকা, স্বয়ম্ভুনাথ স্তূপ, মনোকামনা মন্দির ইত্যাদি ঘুরে দেখার সুযোগ। পাশাপাশি এই প্যাকেজের মধ্য দিয়ে যদি পর্যটকরা যাতায়াত করেন তাহলে থাকা-খাওয়া ইত্যাদি সম্পর্কে কোনরকম চিন্তা না থাকাই নিশ্চিন্তে ঘোরার এক সুযোগ রয়েছে।
Irctc-র এই প্যাকেজ নিয়ে যারা সন্তুষ্ট এবং এটিকে সস্তা বলে মনে করছেন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের বুকিং করে নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং না হলে আসন ফাঁকা নাও পাওয়া যেতে পারে। কারণ আসন সংখ্যা সীমিত বলেই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।