পুজোয় ঘুরতে যাওয়ার ট্রেনের অভাব দূর করল রেল, বাঁকুড়া-পুরুলিয়ার জন্য স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদন : পুজোর মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলার আনাচে-কানাচে। এখন শুধু অফিস কাছারি স্কুল কলেজ ছুটি ঘোষণার পালা। ছুটি ঘোষণা হলেই ভ্রমণপিপাসু বাঙালিরা ছুটে যাবেন এক জায়গা থেকে অন্য জায়গা। পর্যটনের ক্ষেত্রে এই সকল জায়গার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হিসেবে জড়িয়ে রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার মত রাঢ় বাংলার নাম। এক্ষেত্রে এবার যাতে ট্রেন নিয়ে সমস্যা না হয় তার জন্য রেলের তরফ থেকে স্পেশাল ট্রেনের (Santragachi to Bankura Purulia Special Train) ঘোষণা করা হলো।

প্রতিবছরই দুর্গা পুজোর সময় কলকাতা সহ সংলগ্ন এলাকা থেকে অনেকেই গ্রাম এলাকায় কাটাতে ছুটে আসেন বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায়। এছাড়াও অনেকেই রয়েছেন যারা এই সকল জায়গা থেকে কলকাতার ঠাকুর দেখতে যান। কিন্তু লক্ষ্য করলে নজরে আসবে, পুজোর সময় এই সকল রুটে এতটাই যাত্রী চাহিদা থাকে যে ট্রেনের টিকিট ঠিকভাবে পাওয়া যায় না। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ট্রেনটিতে করে সহজেই যাত্রীরা বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো এলাকা আসতে পারবেন পুজোর সময়। পুজোর সময় তারা যেমন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে শুরু করে মুকুটমনিপুর সহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে পারবেন ঠিক সেই রকমই আবার পুরুলিয়ার বিভিন্ন জায়গাও পৌঁছে যেতে পারবেন। রেলের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বহু যাত্রী।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেনটি চালানোর ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি সাঁতরাগাছি থেকে পুরুলিয়া এবং পুরুলিয়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত যাতায়াত করবে। ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। স্পেশাল এই ট্রেনটির ঘোষণার পাশাপাশি এই ট্রেনের সময়সূচীও রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে।

০৮০২৭ ট্রেনটি সাঁতরাগাছি থেকে রাত ১টার সময় পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং পুরুলিয়া এসে পৌঁছাবে সকাল ৭ টা ৩০ মিনিটে। বাঁকুড়ায় স্টপেজ রয়েছে ভোর ৫টা ৩০ মিনিটে। অন্যদিকে ০৮০২৮ ট্রেনটি পুরুলিয়া থেকে ছাড়বে সকাল ১০ঃ৪০ মিনিটে এবং সাঁতরাগাছি এসে পৌঁছাবে বৈকাল বৈকাল ৪:২৫ মিনিটে।